নিজের গানে তিনি বাংলা মাত করেছেন। তার অসামান্য গানের গলা, একের পর এক হিট গানে মাতোয়ারা বাঙালি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলার অন্যতম সফল এবং জনপ্রিয় সিনেমা ছিল প্রাক্তন (Praktan)। পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় তৈরী এই সিনেমা ব্যাপকভাবে সাড়া ফেলেছিল টলিউডে। আসলে এই সিনেমার হাত ধরে দীর্ঘ সময় পর আবারও জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।
প্রসঙ্গত উল্লেখ্য, সেই সিনেমায় জনপ্রিয় গান ‘তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর’ গেয়ে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সেইয়সময়ের উঠতি গায়িকা ইমন চক্রবর্তী। এই গানের সূত্রেই বাংলায় ব্যাপক পরিচিতি পান ইমন। শুধু কি তাই? এক উঠতি গায়িকাকে রাতারাতি প্রতিষ্ঠিত করে দেয় এই গান। ‘প্রাক্তনে’র হাত ধরে জাতীয় পুরস্কারে সম্মানিত হন ইমন।
সেই আকাশ ছোঁয়া সাফল্য আজও বর্তমান। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর হোক বা টপা টিনি, তার গানে আজও মন্ত্রমুগ্ধ বাঙালি।বেলাশুরু সিনেমায় তার টপা টিনি গানটি বিশাল জনপ্রিয়তা পায়। সব মিলিয়ে বলাই বাহুল্য, বাংলা সংগীত জগতে ব্যাপক জনপ্রিয় ইমন। আর এহেন জনপ্রিয় গায়িকাকেই নাকি কুপ্রস্তাব দিয়েছিলেন বাংলার একজন জনপ্রিয় গায়ক বলে অভিযোগ।
আরও পড়ুন: মেয়েরা মেয়েদের শত্রু নয় বরং মিত্র! সার্থকের মুখোশ খুলে পূরবীকে চরম ভুলের হাত থেকে বাঁচালো সুধা
তিক্ত সেই অভিজ্ঞতার কথা নিজেই ভাগ করে নিয়েছিলেন ইমন। গায়িকা জানিয়েছিলেন, তার বাবার সামনেই নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন ওই গায়ক। তবে এখন আর সেই গায়কের নাম উল্লেখ করে তাকে অপদস্থ করেননি গায়িকা।ইমন জানিয়েছিলেন, একই গাড়িতে যাচ্ছিলাম আমরা। সঙ্গে আমার বাবাও ছিলেন। বাবা ছিলেন গাড়ির সামনের আসনে। আমি আর সেই বিখ্যাত গায়ক বসেছিলাম মাঝের সিটে। বাবা ছিলেন বলে ওই গায়ক আমাকে ওর সঙ্গে যাওয়ার জন্য ইশারা করতে থাকে। আমি সঙ্গে সঙ্গে জোরে গলায় উত্তর দিই আপনি কি এখনই যেতে চান? এভাবেই প্রকাশ্যে প্রতিবাদ করে ওই গায়কের নোংরা চেহারা প্রকাশ্যে এনেছিলেন ইমন।