দীর্ঘ ২১ বছর অপেক্ষার অবসান, ভারতের হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট!

আজ থেকে ২১ বছর আগে এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ভারতের জন্য গর্বের মুহুর্ত এঁকে দিয়েছিলেন লারা দত্ত। মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন তিনি। তার কয়েক বছর আগেই এই খেতাব পেয়েছিলেন সুস্মিতা সেন। তারপরে এতদিন কোনো ভারতীয় এই খেতাব জেতেন নি। অবশেষে ২১ বছর পরে এই অপেক্ষার অবসান ঘটল। ভারতের সুন্দরী হারনাজ সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট।

ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০ তম এডিশনে জয় লাভ করলেন হারনাজ। এইদিন মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকদের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে সেই গর্বের স্বর্ণালী মুহূর্ত যখন মিস ইউনিভার্স এর নাম ঘোষণা করা হচ্ছে। যখন ইন্ডিয়া নামটা ঘোষণা করা হলো কান্নায় ফেটে পড়লেন হারনাজ‌। আনন্দের অশ্রু তে তখন তিনি ভেসে যাচ্ছেন। হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। ঝলমলে পোশাকে মাথায় হীরের মুকুট পরে তখন তাকে সত্যিই অপূর্ব সুন্দর লাগছিলো।