বাংলা বিনোদন জগতের এক পরিচিত ও সম্মানিত নাম যীশু সেনগুপ্ত। অভিনেতা ছোট পর্দার ধারাবাহিক ‘মহাপ্রভু’-র মাধ্যমে অভিনয় জীবনের সূচনা করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় দক্ষতা ও পরিশ্রমের জোরে তিনি টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউড এবং দক্ষিণী ছবিতেও শক্ত জায়গা করে নিয়েছেন। বেশ কিছুদিন আগে তাঁর অভিনীত ছবি ‘খাদান’ নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।
দীর্ঘ অভিনয় জীবনে যীশু সেনগুপ্ত একের পর এক স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন দর্শকদের। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক থেকে শুরু করে বড় পর্দার বিভিন্ন ঘরানার ছবিতে তাঁকে দেখা গিয়েছে ভিন্ন ভিন্ন রূপে। কখনও পারিবারিক ছবির আবেগী চরিত্র, কখনও আবার বাস্তবধর্মী ও শক্তিশালী অভিনয়ে তিনি বারবার প্রমাণ করেছেন নিজের অভিনয় ক্ষমতা। সেই কারণেই টলিউডের পাশাপাশি হিন্দি ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও তিনি সমানভাবে গ্রহণযোগ্য।
সম্প্রতি একটি ইন্টারভিউতে অভিনেতা বর্তমান সময়ে মুক্তিপ্রাপ্ত ও চলমান তিনটি বাংলা ছবি—‘লহ গৌরঙ্গের নাম রে’, ‘প্রজাপতি ২’ এবং ‘মিতিন: একটি খুনের সন্ধানে’—এর প্রশংসা করেন। বিশেষ করে ‘লহ গৌরঙ্গের নাম রে’ ছবিতে দিব্যজ্যোতির অভিনয় তাঁকে মুগ্ধ করেছে বলেই জানান। পাশাপাশি নতুন বছর নিয়ে প্রশ্ন করা হলে যীশু ইঙ্গিত দেন, এই বছরটি তাঁর কেরিয়ারের অন্যতম স্পেশাল বছর হতে চলেছে। কারণ এই বছরেই নাকি তাঁর সবচেয়ে বেশি ছবির মুক্তি ঘটতে চলেছে, যদিও কোনটি টলিউডে আর কোনটি বলিউডে—তা নিয়ে এখনই মুখ খোলেননি তিনি।
ইন্টারভিউতে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও অকপটে কথা বলেন অভিনেতা। জানান, তিনি খুবই সাধারণ পরিবারের ছেলে। মা, বাবা ও দিদিকে নিয়ে ছিল তাঁদের সংসার। আজকের এই জায়গায় পৌঁছতে তাঁকে ভীষণ পরিশ্রম করতে হয়েছে। এমন দিনও এসেছে, যেদিন ঠিকমতো খাওয়ার জোগাড় হয়নি। সেই অভাবের দিনগুলোই তাঁকে আরও লড়াই করতে শিখিয়েছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুনঃ ভাঙা মন জুড়েতে নতুন বসন্তের রোদ্দুর! ইন্ডাস্ট্রির ‘আদর্শ নায়কের’ জীবনে, নতুন মানুষের আগমনেই ফিরেছে হাসি! একসঙ্গে জুটি বেঁধেই বাস্তবেও তৈরি রসায়ন! ইঙ্গিত মিলছে সোশ্যাল মিডিয়াতেও? চেনেন এই নায়ককে?
এছাড়াও যীশু সেনগুপ্ত বলেন, জীবনে খুব কম মানুষই নিজের ইচ্ছে মতো কাজ করার সুযোগ পায়। এক সময় তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের টানে অভিনয় জগতে এসে পড়েন। ধীরে ধীরে অভিনয়ের প্রেমে পড়ে যান তিনি। এখন জীবনের এই পর্যায়ে এসে ক্রিকেটও খেলতে পারছেন, আবার অভিনয়ও করছেন—এই দুই স্বপ্ন একসঙ্গে বাঁচতে পারছেন বলেই নিজেকে ভাগ্যবান মনে করেন অভিনেতা।






