দাদাগিরির মঞ্চে এল মাইকেল জ্যাকসন! একই ভঙ্গিতে নাচ করে চমকে দিলেন ‘মিঠাই’য়ের জন ভট্টাচার্য, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার অন্যতম সেরা শো দাদাগিরি। বহু সাধারণ মানুষ থেকে সেলিব্রেটিরাও গিয়েছেন সেখানে। এবার সেই মঞ্চে গেলো এই চ্যানেলেরই এক বিখ্যাত ধারাবাহিক ‘মিঠাই’য়ের বেশ কিছু অভিনেতাদের। ধারাবাহিকের পার্শ্বচরিত্রদের মধ্যে হাজির হয়েছিলেন টলিউড অভিনেতা জন ভট্টাচার্য্য। তাঁকে সম্প্রতি দেখা গিয়েছে একটি বিখ্যাত টলিউড সিনেমা ‘গোলন্দাজ’- এ। এবার দাদাগিরির মঞ্চে এসে নতুন চমক দিলেন জন।

হুবহু মাইকেল জ্যাকসনের মতো নাচ করে সকলকে চমকে দিয়েছেন অভিনেতা। বলাই বাহুল্য অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর নাচ দেখে মুগ্ধ করে দিয়েছে স্বয়ং সৌরভ গাঙ্গুলীকেও। পাশাপাশি শাহরুখ খান থেকে শুরু করে আমির খানের মতো বলিউডের জনপ্রিয় ব্যক্তিত্বদের অনুকরণ করে দেখিয়েছেন তিনি। আর তাতেই বেশ অন্য রূপে দেখা গেলো তাঁকে। প্রসঙ্গত এই মুহূর্তে মিঠাই ধারাবাহিকে দর্শকরা তাঁকে একটি বিশেষ চরিত্রে দেখতে পেলেও এর আগে আরও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন জন।

গোলন্দাজ সিনেমায় ফুটবলারের চরিত্রে দেখা গিয়েছে জনকে। এক্ষেত্রে জনের দাদু ফুটবলার ছিলেন। তাই এই প্রস্তাব আসতেই তিনি হাতছাড়া করতে চাননি সেটা।

You cannot copy content of this page