আগামী বছর সঙ্গীত জীবনের 25 বছর পূর্ণ করতে চলেছেন সুরকার জয় সরকার। তার মধ্যেই নিজের কণ্ঠে রহস্য ঢেলে বেশ কিছু রহস্যময় সিনেমায় আবহসংগীত দিয়েছেন তিনি। “ছিন্নমস্তার অভিশাপ”- এ আবহসঙ্গীত করেছিলেন তারপর “যত কান্ড কাঠমান্ডুতে” তৈরি। কিন্তু এখনো মুক্তি পায়নি সেটা।
অন্যদিকে রহস্য-রোমাঞ্চ ধর্মের ছবির গানের ক্ষেত্রে আয়োজন করতে কতটা ভাবতে হয় সেই বিষয়ে এক সংবাদমাধ্যমকে তিনি জানালেন আবহ দিয়ে সব বোঝানো যায়। এদিকে তিনি আবার নাটকের আবহ করছেন। সেক্ষেত্রে জানান যে নাটক তাঁর কাছে একটা অনুশাসনের জায়গা।
এদিকে এই মুহূর্তে এখন বাংলা গানের পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। এই নিয়ে জয় সরকারের বাংলা গান বাঁচান এই কথাটাতেই আপত্তি রয়েছে। ভিখারী নয়। তাই কাজটা ভালো করে করলেই আর এসব করতে হয়না, দাবি করলেন তিনি। গান শোনানোর অনেক মাধ্যম রয়েছে সেগুলো জানতে হবে।