কেউ যদি ১ কোটি টাকার প্যাকেজের চাকরি প্রত্যাখ্যান করেন, তাহলে যে কারোর মনে হতেই পারে, সেই ব্যক্তির কত বড় ভুল করল জীবনে। কিন্তু পরবর্তীকালে যদি দেখা যায় সেই ব্যক্তিই ব্যবসা শুরু করে সেই ব্যবসার টার্নওভার দাঁড়ায় ১০০ কোটি, তাহলে? আজ এমনই এক মহিলার সম্পর্কে জানতে চলেছি আমরা।
এই মহিলা হলেন বিনীতা সিং। ১৯৮৪ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন বিনীতা। তিনিই ‘সুগার কসমেটিক’ ব্র্যান্ডের কর্ণধার ও আজ তাঁর সংস্থাই ১০০ কোটি টাকার ব্যবসা করছে।
কিন্তু তাঁর এই পথ মোটেই সহজ ছিল না। তাঁকে নিজের চাকরি বা ব্যবসার মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হয়েছিল। তাঁর চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তাঁকে একেবারে ধ্বংস করে দিতে পারত বা তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারত।
আহমেদাবাদ আইআইএম থেকে ডিগ্রি অর্জন করে এক কোটি টাকার প্যাকেজের চাকরি পেয়েছিলেন বিনীতা। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। মাত্র ২৩ বছর বয়সে তাঁর এমন সিদ্ধান্তের জন্য তিনি ‘দ্য উইক’ নামের ম্যাগাজিনের কভার পেজেও উঠে আসেন। এরপর তিনি চলে আসেন মুম্বই। সেখান থেকেই তাঁর স্বপ্নের জাল বোনা শুরু।
মুম্বইতে থাকার সময় বিনীতা লক্ষ্য করেছিলেন যে ভারতে কসমেটিক ব্র্যান্ডের বেশ চাহিদা রয়েছে। এমন সময় বিনীতা একটি কসমেটিক ব্র্যান্ড শুরু করার সিদ্ধান্ত নেন ও ব্র্যান্ডের নাম দেন সুগার।
নিজের ব্যবসার জন্য টাকা জোগাড় করতে থাকেন তিনি।
এভাবেই ২০১২ সালে চালু হয় সুগার কসমেটিক ব্র্যান্ড। আজ এই ব্র্যান্ড ভারতের ১২০টি শহরে ব্যবসা করছে। গ্রাহকদের সেরা মেকআপ পণ্য সরবরাহ করে এই ব্র্যান্ড। এই সংস্থায় এখন ১৫০০ জন কর্মী কাজ করেন যাদের মধ্যে ৭৫ শতাংশ মহিলা।
নিজের চাকরি প্রত্যাখ্যান করে বিনীতা নিজের কলেজ বন্ধু কৌশিক মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যবসা শুরু করেন। কৌশিক বিনীতার এই ব্যবসার অংশীদার ও এই ব্র্যান্ডকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।
বিনীতা এবং কৌশিক ২০১১ সালের ৪ই ডিসেম্বর বিয়ে করেন। এই ব্যবসায়ী দম্পতিরও দুটি সন্তান রয়েছে, যাদের সঙ্গে তারা তাদের জীবন উপভোগ করছেন। ভারতে সুগার কসমেটিক ব্র্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর, বিনীতা এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
কয়েক বছরের মধ্যে বিনীতার কোম্পানির টার্নওভার ১০০ কোটি ছাড়িয়ে যায়। এক কোটি টাকার প্যাকেজ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা বিনীতা প্রমাণ করেছেন। বর্তমানে বিনীতা সুগার কসমেটিকস ব্র্যান্ডের সিইও এবং মায়ের ভূমিকাও ভালোভাবে পালন করছেন তিনি। বর্তমানে বিনীতাকে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক’-এর বিচারক হিসেবে।