‘রাখি গুলজার’ নয় আমি আজ‌ও রাখি ‘মজুমদার!’ আজ‌ও মাছে-ভাতে বাঙালি, শরীরে বইছে খাঁটি বাংলার রক্ত

‘আমার স্বপ্ন যে সত্যি হল আজ’- রাখি গুলজার ও অমিতাভ বচ্চন অভিনীতি ‘অনুসন্ধান’ ছবির এই গান কোনো বাঙালির কাছেই অজানা নয়। সেই বিখ্যাত গান আজও প্রায় প্রতিটা বাঙালির কণ্ঠস্থ। বেশ কিছুদিন আগে জানতে পারা গিয়েছে, বাংলার টলিউড জগতে রাখি গুলজার ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত ‘আমার বস’ সিনেমাটি ইন্টারন্যাশনাল পেনোরোমা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। গোয়ায় অনুষ্ঠিত হওয়া এই সিনেমার প্রথম প্রদর্শনে ঘটা খুঁটিনাটি নানা মুহূর্ত এক সংবাদ মাধ্যমকে শেয়ার করলেন পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনেত্রী রাখি ও শিবপ্রসাদ অভিনীত ‘আমার বস’ সিনেমাটা একেবারে আদ্যপান্তভাবে মা-ছেলের গল্প। আর সেই গল্পের প্রভাব যেনো বাস্তব জীবনেও বজায় রয়েছে তা এই জুটিকে দেখলেই বোঝা যাবে। গোয়ার এই সিনেমা প্রদর্শনের অনুষ্ঠানে এই জুটির কথোপকথন ছিল নজরকাড়ার মতন।

অনুষ্ঠানে প্রথম দেখা হওয়াতে প্রণাম করতে গিয়ে যে হাতটা চেপে ধরলো, তিনি হলেন রাখি গুলজার। অভিনেত্রী বরাবরই ছিলেন খাঁটি বাঙালি, নাম ছিল রাখি মজুমদার। বিয়ের পর পদবী পরিবর্তন করে নাম হয় রাখি গুলজার। ছবিতে অভিনয় শুরুর দিকে অবশ্য অভিনেত্রী তাঁর পদবী ব্যবহার করতেন না। বাংলার টলিউড জগতে অভিনেত্রী হয়ে ওঠেন পাঞ্জাবি পরিবারের বৌ, রাখির পরেই যার নাম আসে তিনি হলেন কোয়েল মল্লিক।

Rakhee-Gulzar

প্রায় ৫০ বছর পর ৬০০ কিলোমিটার দূরে গিয়ে অভিনেত্রীর স্বয়ং অভিনীত সিনেমা ‘২৭ ডাউন’ -এ নামের তালিকায় নিজের নাম শুধু রাখি দেখতে পাওয়ায় বেশ খুশি হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী। তিনি বললেন, “আমি তখনও শুধুই রাখি। ভাল লাগল পুরনো দিনে ফিরে যেতে।”

বর্ষিয়ান অভিনেত্রী তাঁর জীবনের ভিন্ন মুহূর্ত শেয়ার করার সময় বললেন, স্বয়ং গুলজার মাছ খাওয়া থেকে মাছের বাজার করা সবটাই শিখেছে তাঁর কাছ থেকে। বললেন, “পাবদা যখন রাঁধবে আঁচ কমিয়ে রাখবে। আর তেলে দেওয়ার আগে ভাল করে জল ঝরাতে হবে। রান্না করলেই তো হল না! রান্নার পিছনে বিজ্ঞান বুঝতে হবে। মাছে জল ছিল বলেই তেল হাতে এসেছে। এ বার থেকে মাছগুলো শুকনো করে নিয়ো। আর তেলে হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়ো।” আবার অন্যদিকে দেখা গেলো গোয়ার পাঁচতারা হোটেলে থাকার সময় অভিনেত্রী শিবপ্রসাদকে বলেন, “এত বড় ঘরে একলা থাকা যায় নাকি! তুই আর জিনিয়া যেখানে থাকবি আমি তার ঠিক পাশে থাকব। কথা তো তাই ছিল। নয়তো আমি মুম্বই ফিরব এখনই।”

আরও পড়ুনঃ যে সমস্ত ধারাবাহিক গুলোর ফ্লপ হ‌ওয়ার অনুমান আগে থেকেই করেছিলেন দর্শকরা, সেই ধারাবাহিকগুলি‌ই পর্দায় কামাল করছে, কোন মন্ত্রে সফল নতুন মেগারা ?

নানান ধরনের আবদার এবং শর্তের বিনিময়ে অভিনেত্রী রাজি হয়েছিলেন নন্দিতা ও শিবপ্রসাদ পরিচালিত ছবির ‘আমার বস’ ছবির প্রথম প্রদর্শনেই অভিনেত্রী এসেছিলেন। শর্ত ছিল মুম্বাই থেকে গোয়ার আসা যাওয়ার পুরোটারই দায়িত্ব নিতে হবে অভিনেতা এবং পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এছাড়াও, ‘আমার বস’ সিনেমার শুটিংয়ে ঘটে যাওয়া নানা ঘটনা শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।