কলকাতার এক বিশেষ রাতের পার্টিতে হঠাৎই নজর কাড়লেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও টলিউড অভিনেত্রী তৃণা সাহা। শহরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিয়ান এবং সেই অনুষ্ঠানের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও কলকাতায় খুব একটা দেখা যায় না তাকে, তবু কেকেআরের ম্যাচে ছোটবেলা থেকেই বাবার সঙ্গে গ্যালারিতে তার উপস্থিতি অনুরাগীরা দেখে এসেছে।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ানের সিরিজ ব্যাডস অফ বলিউড তার জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানে তৃণার সঙ্গে আলাপচারিতার সময় গান বাজায় কথাবার্তা স্পষ্ট শোনা যাচ্ছিল না, তাই আরিয়ানকে অভিনেত্রীর কানে কানে কিছু বলতে দেখা যায়। ঠিক কী কথা হচ্ছিল, তা নিয়ে কৌতূহল চরমে পৌঁছেছিল দর্শকদের।
বেসরকারি সংবাদ মাধ্যমকে তৃণা জানান, কেকেআরের কনটেন্ট নিয়ে তিনি কাজ করেন এবং সেই সূত্রেই আরিয়ানের সঙ্গে তার পরিচয়। তিনি বলেন, আরিয়ান নিজে থেকে এগিয়ে এসে কথা বলেছেন, অথচ তার মধ্যে একটুও তারকাসুলভ দেমাক নেই। পরিচালক হিসেবেও প্রতিভাবান হওয়া সত্ত্বেও তার কথাবার্তায় নেই কোনও অহংকার। তৃণার কথায়, তিনি খুবই সহজ-সরল আর ভীষণ মিষ্টি মানুষ।
তারা দুজনেই সিরিজ এবং কাজ-সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তৃণা আরও জানান, পার্টির পর আফটার-পার্টিতেও আরিয়ান একেবারে স্বাভাবিক ভঙ্গিতে সবার সঙ্গে মিশে যান। আশ্চর্যের বিষয়, তার সঙ্গে কোনও বডিগার্ডও ছিল না। তৃণার পরদিন শুটিং থাকায় তিনি তাড়াতাড়ি বেরিয়ে আসার সময় আরিয়ান মজা করে বলেন যে তৃণা নাকি খুব বোরিং, ঠিক করে পার্টি করতে পারেন না।
আরও পড়ুনঃ ‘আমি তো বাবা, মেয়েকে দেখার ইচ্ছে হত কিন্তু…’ ‘সহানুভূতি পেতে মি’থ্যেকে বারবার বলে বিশ্বাস করালেও, সত্যিটা চাপা থাকে না!’ এবার প্রাক্তন স্ত্রী স্বরলিপির দিকে অভিযোগের আঙুল অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের?
অভিনেত্রীর মতে, আরিয়ানের এই বিনয় আর সরলতাই তাকে সবচেয়ে বেশি অবাক করেছে। শাহরুখ খানের অপরিমেয় স্টারডমের মাঝেও বড় হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনও বাড়াবাড়ি ভাব নেই। তৃণার মতে, যাঁরা খুব অল্পতেই খ্যাতি পান তারাই অনেক সময় নিজের গুরুত্ব বাড়িয়ে দেখেন। কিন্তু আরিয়ানের মতো মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলেই মনে করেন তিনি।






‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে, আবার দাদাদের বাইকও চলে…স্ত্রীরা স্বাবলম্বী হচ্ছে আর স্বামীরাও তেল ভরার টাকা পাচ্ছে!’ সায়নীর মন্তব্য ঘিরে বিতর্ক, ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া নেটপাড়ায়!