শুভশ্রীর অভিনয়ে আপ্লুত কবীর সুমন, ক্ষমা চেয়ে আবেগঘন বার্তা গায়কের! অভিনয়ের প্রশংসা শুনে চোখের জল নায়িকার

২৫ ডিসেম্বর বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি লহ গৌরাঙ্গের নাম রে। এই ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে দেখা গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। মুক্তির পর থেকেই ছবির গান ও অভিনয় নিয়ে দর্শকমহলে চর্চা তুঙ্গে। বিশেষ করে দেখ দেখ কানাইয়ে গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছে গভীরভাবে।

এই গান ঘিরেই সামনে আসে এক আবেগঘন মুহূর্ত। ছবির একটি বিশেষ ইভেন্টে পুরো টিমের উদ্দেশে একটি ভিডিও বার্তা পাঠান কবীর সুমন। সেই বার্তায় তিনি শুভশ্রীর অভিনয় গান এবং নাচের অকুণ্ঠ প্রশংসা করেন। নিজের বয়সের কথা উল্লেখ করে সামান্য ভুল হতে পারে ভেবে আগাম ক্ষমাও চেয়ে নেন তিনি।

ভিডিওতে কবীর সুমন বলতে শোনা যায়, নটী বিনোদিনীর রূপে শুভশ্রীর পরিবেশনা তাঁকে কাঁদিয়ে দিয়েছে। তাঁর কথায় উঠে আসে কীভাবে সুর কথা অভিব্যক্তি এবং নাচ একসঙ্গে মিশে গিয়ে এক অনন্য অনুভূতির জন্ম দিয়েছে। তিনি একে শুধুমাত্র অভিনয় বা নাচ বলে সীমাবদ্ধ করতে পারেননি।

কবীর সুমনের মুখে এমন প্রশংসা শুনে আবেগে ভেঙে পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঞ্চেই চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। এই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই মনে করছেন একজন শিল্পীর কাছ থেকে আরেক শিল্পীর এমন স্বীকৃতি সত্যিই বিরল এবং অমূল্য।

আরও পড়ুনঃ বড়দিন পেরোতেই রাজনীতিতে চমক অভিনেত্রী পার্নো! বিরোধী দল বদলে ঘাসফুলে ফিরছেন নায়িকা!

উল্লেখ্য, এই ছবিতে তিনটি সময়কালকে এক সুতোয় বেঁধেছেন পরিচালক। শ্রী চৈতন্যের সময় নটী বিনোদিনী ও গিরিশ ঘোষের সময় এবং বর্তমান সময় মিলেমিশে গিয়েছে গল্পে। ছবিতে অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত ইন্দ্রনীল সেনগুপ্ত ইশা সাহা ব্রাত্য বসু সহ আরও অনেকে।

You cannot copy content of this page