ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) অথবা যেকোনো সেলিব্রিটিদেরই জীবন সংশয় তো সবসময়ই থাকে। তাই জন্যই তারা নিজেদের আশেপাশে সবসময়ের জন্য বডিগার্ড নিয়ে ঘোরে। কারণ এর আগে বহু সেলিব্রেটিরা (Celebrity) এই ধরনের নানান হুমকি পেয়েছে। এবারে সেরকমই আরো আগে জনপ্রিয় সেলিব্রিটি বড়সড়ো হুমকি পেলেন। যা নিয়ে আতঙ্কে রয়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি (Film Industry)।
তারকাদের উপর লাগাতার আসছে প্রাণনাশের হুমকি। এর মাঝেই খুনের হুমকি দেওয়া হল জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির একজনকে। সেই হুমকি দেওয়া হয়েছে আরো কয়েকজন সেলিব্রিটিকেও। পাকিস্তান থেকে এই খুনের হুমকি দেওয়া হয়েছে। খুনের হুমকি পাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্তও ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ।
অভিযোগ,শুধু হুমকিই নয়, এর পাশাপাশি সে এও জানিয়েছে যে, তারকাদের কার্যকলাপের উপরেও নজরদারি চালাচ্ছে সে। ওই ইমেলে লেখা হয়েছে, ‘আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনও প্রচার বা আপনাকে হয়রানি জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।’
এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সকলেই এখন প্রাণ সংশয়ে ভুগছে। নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। কারণ এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সকলকেই এই ঘটনায় বেশ সতর্ক করা হচ্ছে।
আরও পড়ুনঃ আবিরের গালের কাটা দাগেই ফিদা হাজারো নারী! ওই কাটা দাকটা কিসের জানেন? জানলে শিউরে উঠবেন আপনিও!
সইফ আলি খানকে প্রাণে মারার চেষ্টার পর থেকে আতঙ্কে রয়েছে টিনসেল টাউনে। এর মাঝেই খুনের হুমকি দেওয়া হল কমেডিয়ান কপিল শর্মাকে। অজ্ঞাত হুমকি পাওয়ার এই তালিকায় রয়েছেন রাজপাল যাদব, রেমো ডি’সুজা, গায়ক সুগন্ধা মিশ্রও। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান থেকে এই খুনের হুমকির ইমেল পাঠানো হয়েছে কপিল শর্মা সহ রাজপাল, রেমো সবাইকে।