গরিব মেয়ের হাতে নেলপলিশ! মহাপীঠ তারাপীঠে দেখা দিয়েই ট্রোলড ‘তিতলি’ মধুপ্রিয়া
স্টার জলসায় এখন রদবদলের পালা। গঙ্গারাম ধারাবাহিকে জায়গায় দেখা যাবে অনুরাগের ছোঁয়া। আবার টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে শেষ হতে চলেছে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিক। আবার কেউ কেউ বলছে এর সম্প্রচারণের সময় পরিবর্তিত হতে পারে। নতুন নতুন গল্পে জমজমাট স্টার জলসা। কিন্তু এর মধ্যেও ট্রোল হতে হলো বিখ্যাত মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকের এর চরিত্রকে।
গল্পে দেখা গেছে যে তারাপীঠে এসেছে সত্যময়ী আর রাখাল। কারা এই দুই নতুন মুখ এবং কী উদ্দেশ্য তাঁদের এই নিয়েই গল্প এখন এগোচ্ছে। এদিকে আবার গল্পে ‘তিতলি’ র আগমন অনেকের কাছে হাসির খোরাক। সত্যময়ী রূপে তিতলিকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে গিয়েছে।
এ চরিত্রটিকে দরিদ্র দেখানো হয়েছে এদিকে তার হাতের নেলপলিশ রয়েছে। সেটা দেখে আবার বহু মানুষের বক্তব্য তখনকার জন্য নেলপলিশ এবং নেল আর্ট ছিল সেটা তাদের জানা ছিল না। এভাবেই বাংলা ধারাবাহিককে কটাক্ষ করেছে তারা। তবে যাই হোক না কেন যে গুঞ্জন শোনা যাচ্ছে মহাপীঠ তারাপীঠ শেষ হবে তাতে অনেকেই ক্ষুন্ন। আসলে বেশ কিছু অনুরাগী রয়েছে যারা চায় না শেষ হয়ে যাক এই ধারাবাহিক। তাদের বক্তব্য সময় পাল্টানো হোক প্রয়োজন হলে।