ফের টলিউডে যৌ’ন হেনস্থা! নির্যাতিতা আ’ত্ম’হ’ননের চেষ্টা করতেই ‘শেষ দেখে’ ছাড়ার হুমকি টলিউডের, আশঙ্কা কাজ বন্ধের
আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে ( RG Kar Case ) উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার পর নারী সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ- রাত্রি সাথি, সুরক্ষা বন্ধু, ফোরাম গঠন করেও আদৌ কাজের কাজ কিছুই হয়নি। ফের যৌ’ন হে’নস্থার শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা টলিপাড়ার এক কেশসজ্জা শিল্পীর। জানালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ( Sudipta Chakraborty )।
সমাজমাধ্যমে কী লিখলেন সুদীপ্তা চক্রবর্তী?
নিজের সমাজমাধ্যমে দুঃসংবাদ ভাগ করে অভিনেত্রী লেখেন, ”আমাদের ইন্ডাস্ট্রির কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস ( তনু ), আমার হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে যার আসা, এই মুহূর্তে হাসপাতালের ইমার্জেন্সিতে শুয়ে। সুইসাইড নোট লিখে রেখে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল তনু। কোন রকমে ঠেকানো গেছে। ওকে বাঁচানো গেছে। চিকিৎসা চলছে। সন্ধেবেলা মেসেজ করে আমার সাহায্য চেয়েছিল। ক্লাসে ছিলাম। সময় মতো উত্তর দিতে পারিনি। নিজেকে ক্ষমা করতে পারছি না।’
অভিনেত্রীর সংযোজন, ‘কর্মক্ষেত্রে হেনস্থা ঠিক কোন পর্যায়ে যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আমার চোখের সামনে। আমি এর শেষ দেখে ছাড়বো তনু, কথা দিলাম।’ প্রসঙ্গত, দিনকয়েক আগে সুদীপ্তা চক্রবর্তী তাঁদের স্ক্রিন ওয়ার্কার্স ফোরামের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা রোখার কথা জানিয়ে চিঠি লেখেন।
অভিনেত্রী চিঠির কথা সমাজমাধ্যমের একটি পোস্টে উল্লেখ করে লেখেন,’আমাদের এই ফোরামের বয়স মাত্র কয়েকদিন। আমরা এখনও সবার কাছে পৌঁছাতে পারিনি। সবাইকে জানাতে পারিনি। অভয়া কাণ্ডের প্রতিবাদে সবাই রাস্তায় ছিলাম, নিজের নিজের পেশার কাজ সামলে।’
আরও পড়ুনঃ এটাই প্রথমবার নয় অরিন্দম শীল এইরকম ঘটনা আগেও ঘটিয়েছেন, কাজ হারানোর ভয়ে কেউ মুখ খোলেনা, অরিন্দম প্রসঙ্গে বিস্ফোরক চৈতি-দেবলীনা!
পোস্টেই সুদীপ্তা আশ্বাস দিয়েছেন,’আমরা নিশ্চয়ই পৌঁছাব সবার কাছে। একটু সময় লাগবে। শুধু জানবেন, আপনি যদি মহিলা বা প্রান্তিক লিঙ্গের মানুষ হন এবং আপনি যদি ইন্ডাস্ট্রির সঙ্গে কোন ভাবে যুক্ত থাকেন, তাহলে এই ফোরাম আপনারও। চিঠিটা মন দিয়ে পড়বেন।’