ঢাকার কাছে নতুন ছবি ‘মালিক’–এর শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ছবির একটি অ্যাকশন দৃশ্যে তাঁর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন ব্যবহারের কথা ছিল। প্রস্তুতি ঠিকঠাক থাকলেও ক্যামেরা চালু হতেই পরিস্থিতি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। আগুন প্রথমে তাঁর পায়ে ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শিখা আরও বড় হয়ে ওঠে।
আগুন লাগার পর শুভ নিজেই হাতে থাকা প্রপস ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন এবং শেষে মাটিতে পড়ে যান। এরপর শুটিং ইউনিট দ্রুত ছুটে এসে আগুন নেভায়। যদিও তাঁর চোট গুরুতর নয় বলে সূত্রের দাবি, তবুও ঘটনাটি নিয়ে পুরো ইউনিট নীরব। পরিচালক সইফ চন্দনও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
এটাই প্রথম নয়—শুটিংয়ে আগে বহুবার চোট পেয়েছেন শুভ। ‘কিস্তিমাৎ’ ছবির শুটে ঘোড়ায় চড়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। ‘অগ্নি’ ছবির শুটিংয়ের সময় থাইল্যান্ডে গুরুতর আঘাত পেয়ে তাঁকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল। ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজের কাজ নিজেই করার অভ্যাসের কারণেই তিনি বারবার বিপদের মুখে পড়েন।
এদিকে কিছুদিন আগেই অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী–র সঙ্গে শুভর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। শুভ নিজেই সোশ্যাল মিডিয়ায় ঐশীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ভালোবাসার ভাবনা প্রকাশ করায় সেই জল্পনা আরও বাড়ে। দু’জনই ব্যক্তিগত জীবনে বেশ সংযত থাকায় ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়।
আরও পড়ুনঃ ঘ’নিষ্ঠ দৃশ্যে অভিনয়ে পরিবার, স্বামী, প্রেমিকের সম্মতি লাগে? কী বলছেন টলিপাড়ার সুন্দরী অভিনেত্রীরা ?
তবে অনেকেই মনে করছেন, এটি হয়তো নতুন ছবি ‘নূর’–এর প্রচারণার অংশ। কারণ শুভ এবং ঐশীর ক্যাপশনে ব্যবহৃত লাইনগুলো ছবির একটি গানের কথার সঙ্গে মিলে যায়। ‘মিশন এক্সট্রিম’ সিরিজে এই জুটির রসায়ন দর্শকদের মন জয় করেছিল। তাই নতুন ছবির গান বা প্রচারে তারা আবার জুটি বেঁধেছেন বলেই অনুমান করছেন নেটিজেনরা।






