সম্প্রতি কোচবিহারের দিনহাটা উৎসবে গান পরিবেশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর (Monali Thakur)। মঞ্চে ওঠার আগেই তিনি অসুস্থতা অনুভব করছিলেন, তবে দর্শকদের প্রতিশ্রুতি রক্ষা করতে গান শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পরেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাঝপথেই শোটি বন্ধ করে দিতে হয় তাকে। এরপর তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি বর্তমানে সুস্থ আছেন।
দিনহাটায় একটি অনুষ্ঠানে গাইতে গিয়ে মঞ্চে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। শরীর খারাপ ও গলা বসে নিয়েও দর্শকদের জন্য গান গাইতে ওঠেন তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে। কিন্তু মঞ্চে গাইতে গাইতে আচমকাই গান থামিয়ে দর্শকদের উদ্দেশ্যে ধমক দিয়ে বসলেন মোনালি। কেন মেজাজ হারালেন গায়িকা?
ঘটনার সূত্রপাত হয় দর্শকদের মধ্যে কয়েকজনের অসভ্য আচরণ থেকে। মোনালি ঠাকুর যখন মন দিয়ে পারফর্ম করছিলেন, তখন সামনে বসা কিছু দর্শক মোবাইল ফোনে ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। শুধু তাই নয়, তাদের মধ্যে কেউ কেউ অশ্রদ্ধাপূর্ণ মন্তব্যও করতে থাকেন। এই অবস্থায় গান থামিয়ে মোনালি বলেন, “আমি প্রচণ্ড অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য গান গাইতে এসেছি। কিন্তু এই ধরনের অসভ্যতা আমার সহ্য হবে না। যদি গান শোনার ইচ্ছা না থাকে, তাহলে দয়া করে এখান থেকে চলে যান। বাকিদের জন্য গান গাইব।”
অনুষ্ঠান চলাকালে, মঞ্চে গান পরিবেশন করার সময় হঠাৎ করেই দর্শকদের মধ্যে থেকে কেউ একটি কাগজ ছুঁড়ে মারলে মোনালি বিরক্ত হন এবং মাইক্রোফোনে দর্শকদের সতর্ক করেন। তিনি বলেন, “আমি এখানে গাইছি আর আপনারা মুখের উপর ছুড়ছেন এ সব। আপনাদের কি মাথাটা গিয়েছে! আর একদম এ রকম করবেন না।” এরপর তিনি আবার গান শুরু করেন, তবে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারেননি।
আরও পড়ুনঃ ‘এ যে কালনাগিনী!’ পরিকল্পনা করে নিজের দিদিকেই খুন করবে নীলু! ধারাবাহিকে এবার দেখানো হবে রাইয়ের মৃত্যু?
মোনালির এই স্পষ্ট বার্তা শুনে উপস্থিত দর্শকদের মধ্যে অনেকেই হাততালি দিয়ে তার সমর্থন জানান। এর পরেই তিনি আবার গাইতে শুরু করেন কিন্তু আবারো অসুস্থ বোধ করায় মাঝপথে শোটি বন্ধ করে দিতে হয় তাঁকে। মোনালির এই ঘটনা প্রমাণ করে, একজন শিল্পী শুধু নিজের সুর ও কণ্ঠ দিয়েই নয়, নিজের আত্মমর্যাদার সঙ্গেও আপস করেন না। এই সাহসী পদক্ষেপ তার ভক্তদের মনে আরও একবার তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে মোনালি ঠাকুর সুস্থ আছেন এবং বিশ্রাম নিচ্ছেন।