বিনোদন জগতে ধারাবাহিক যোগায় বেঁচে থাকার রসদ। সন্ধ্যেবেলায় সমষ্ট কাজ সেরে মা কাকিমারা বসে পড়েন টিভির পর্দার সামনে ধারাবাহিক দেখার আনন্দে। ধারাবাহিক ছাড়া বিনোদন জগত ফিকে হয়ে থাকে। ধারাবাহিক না থাকলে টেলিভিশনের পর্দা যেন গুরুত্বহীন হয়ে পড়ে। টেলিভিশনের ধারাবাহিক সম্প্রচারে বিভিন্ন চ্যানেলের মধ্যে দুটি অন্যতম স্টার জলসা এবং জি বাংলা।
এই ধারাবাহিক গুলির মধ্যে একটি অন্যতম ধারাবাহিক জি বাংলার মিঠিঝোরা। বেশ কয়েক মাস আগে অর্গানিক স্টুডিওর তত্ত্বাবধানে এই ধারাবাহিক শুরু হয়েছিল। এটি শুরু হওয়া থেকেই দর্শকদের বেশ নজর কেড়েছিল। তিন বোনের জীবনের গল্প নিয়ে এই ধারাবাহিক। রাই, নীলু এবং স্রোত, তিন বোনের লড়াইয়ের কাহিনী পর্দায় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। কিন্তু বর্তমানে গল্পের মোড় ঘুরেছে অনেক, এখন রাই এর প্রাণের শত্রু হয়ে উঠেছে নীলু।
মিঠিঝোরা ধারাবাহিকের আজকের পর্ব ২৫ শে জানুয়ারি (Mithijhora today episode 25th January)
ধারাবাহিকের আজকের এপিসোডে দেখা যাবে, রাইয়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে তাকে খুন করবে নীলু ও কোয়েল। নীলু নিজের নামে বাড়িটা লিখিয়ে নেবে বলে দলিল বানিয়ে ফেলে। এদিকে সেই দলিলে শুধু নীলুর নাম দেখে কোয়েল রেগে যায় এবং কেন শুধুই একা নীলুর নাম আছে সেই দলিলে সে কথা জিজ্ঞাসা করে। সেটা শুনে নিলু বলে যে তার দিদি রাই কখনোই কোয়েলকে বাড়ি লিখে দেবে না, সেই জন্যই সেই দলিলে শুধু এই নীলুর নাম রয়েছে। এরপর নীলু আরো বলে যে এই বাড়িটা তো আর তাঁর নামে বেশিদিন রাখবে, বিক্রি করে দেওয়া হবে। আর বিক্রির পর যে টাকাটা আসবে সেটাই কোয়েল আর নিল নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলে।
কিন্তু কোয়েলের কোথাও না কোথাও নীলুকে সন্দেহ হয় তাই সে নীলুকে বলে রাখে যে তাকে যেন কোনোভাবেই না ঠকায় না হলে কোয়েলের কাছে থাকার নীলুর সমস্ত ডকুমেন্টস সে বাজেয়াপ্ত করে নেবে। অন্যদিকে নিলু মনে মনে ভাবতে থাকে যে কোয়েল কত বোকা ডকুমেন্টস তো সে আবার বানিয়েও নিতে পারবে। এদিকে সেই সময় একজন মহিলা ও একজন পুরুষ কোয়েলের বাড়িতে আসে, কোয়েল জানায় যে তার সে-ই ওদেরকে ডেকেছে রাইকে অপহরণ করানোর জন্য।
অন্যদিকে রাতের খাওয়া দাওয়া সেরে রাই বেরোনোর জন্য প্রস্তুতি নিতে থাকে। ঠিক সেই সময় কোয়েলের ঠিক করা মেয়েটি আসে রাইকে নিয়ে যেতে। মেয়েটি মিথ্যে কথা বলে যে প্রিন্সিপাল ম্যাডাম তাকে পাঠিয়েছে রাইকে নিয়ে আসার জন্য। রাই একাই চলে যেতে পারবে বললে একা গেলে যদি কোন বিপদ হয় সেই কথা ভেবেই রাইয়ের বৌদি মেয়েটির সাথেই রাইকে যাওয়ার জন্য বলেন। এরপর পরিবারের জোরাজুরিতে রাই মেয়েটির সাথে যেতে দেয় রাজি হয়ে যায়।
আরও পড়ুনঃ বহু সিনেমায় বিনা পরিশ্রমিকে কাজ করেছেন, কিন্তু পাননি নিজের যথাযোগ্য মর্যাদা! তাই মৃ’তদেহ স্টুডিওতে নিয়ে যেতে বারণ করেছিলেন
এরপর মেয়েটি রাতের বেলায় রাইকে নিতে আসে এবং গাড়ি করে তারা রওনা দেয়। কেউ বুঝতেও পারে না যে এটা একটা ষড়যন্ত্র। সেইসময় মেয়েটি কোয়েলকে ফোন করে জানিয়ে দেয় যে তারা নিজেদের পরিকল্পনায় সফল হয়েছে। কিন্তু নীলু ভাবতে থাকে যে সম্পত্তি লিখিয়ে নেওয়ার পরে যদি রাই বেঁচে ফিরে আসে তাহলে তাদের আবার বিপদ হবে। তখনই কোয়েল বলে যে সব ব্যবস্থা হয়ে গেছে। সম্পত্তি লিখিয়ে নেওয়ার পর রাইকে খুন করে ফেলা হবে সেই কথা শুনে নীলু খুব খুশি হয়ে যায়। তাহলে কি রাইয়ের প্রাণ সংশয় হতে চলেছে? উত্তর দেবে আগামী পর্বগুলি।