“ঠাস করে চড়, মুখে জুতো খুলে মারব…সাহস থাকলে সামনে এসে বলুন!” “মায়ের কষ্ট ১০% ও দেখেননি, এই কথা মেনে নেব না!”— মায়ের জন্য আনা গয়না নিয়ে কুরুচিকর মন্তব্য, তীব্র ক্ষোভে ফেটে পড়লেন সায়ক! কটাক্ষ করে দেখালেন জুতো, গহনার রসিদ থেকে স্ক্রিনশট! নিন্দার ঝড় সমাজ মাধ্যম!

বর্তমানে ছোটপর্দা ও সমাজ মাধ্যমের পরিচিত মুখ হয়ে উঠেছেন ‘সায়ক চক্রবর্তী’ (Sayak Chakraborty)। দীর্ঘ বিরতির পর আবার নতুনভাবে ফিরেছেন পর্দায়, তাও একসঙ্গে দুটি জনপ্রিয় ধারাবাহিকে। তবে এই ফিরেই শুধু থেমে থাকেননি তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, দিনযাপনের নানা মুহূর্ত ভ্লগে (Vlog) তুলে ধরেই গড়ে তুলেছেন সমাজ মাধ্যমে নিজের আলাদা একটা জায়গা। অনেকেই যেখানে অভিনয়ের সুযোগ না পেলে ধীরে ধীরে হারিয়ে যান, সেখানে সায়ক ভ্লগ করেই নিজের জায়গা করেছেন সবার মনে। ভ্লগিং-এর প্রতি সায়কের ভালোবাসা যেন একটু আলাদাই।

বহুবার তিনি নিজেই বলেছেন, যত কাজই হাতে থাকুক, ভ্লগে করা ছাড়তে পারবেন না। কিছুদিন আগেই তাঁর নতুন বাড়ির নির্মাণকাজ শুরু হয়েছে বাইপাসের ধারে। সেই প্রক্রিয়ার প্রতিটি ধাপ তিনি ভাগ করে নিচ্ছেন দর্শকদের সঙ্গে। প্রতিটি ভিডিওতেই দেখা যায়, তাঁর মা কতটা গুরুত্ব রাখেন তাঁর জীবনের যেকোনও সিদ্ধান্তেই মায়ের উপস্থিতি থাকে স্পষ্ট। এও জানা যায় যে, ছোটবেলায় তাঁদের সংসারের ভার একা মা-ই কাঁধে তুলে নিয়েছিলেন। গয়না বিক্রি করে হাসপাতালে এবং স্কুলের ফি মিটিয়ে, প্রতিটি সংকটে মায়ের ভূমিকা ছিল অমূল্য।

এই সমস্ত গল্পই উঠে এসেছে তাঁর ভ্লগের পরতে পরতে। তবে জনপ্রিয়তা যেমন বাড়ে, তেমনই পল্লা দিয়ে বাড়ে সমালোচনা ও কুরুচিকর মন্তব্যের সংখ্যাও। কিছুদিন আগে সায়ক একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি এবং দাদা সব্যসাচী মাকে নিয়ে সোনা কিনতে গিয়েছিলেন দোকানে। সেই ভিডিওর কমেন্টসে, তাঁর মাকে নিয়ে কিছু সমাজ মাধ্যম ব্যবহারকারীর কটু মন্তব্য তাঁকে চরমভাবে ব্যথিত করেছে। বিশেষ করে দুটি মন্তব্য তাঁকে ক্ষুব্ধ করেছে। একটিতে একজন মহিলা বলেছেন, ‘শুধু প্রমোশন করতেই সায়ক সোনার দোকানে যায়, কিচ্ছু কেন না বরং উপহার নিয়ে চলে আসে।’

এমনকি অভিযোগ তোলা হয়েছে, মা ছেলের পকেট খালি করে দিচ্ছেন! অন্যটিতে একজন মধ্যবয়স্ক মহিলা লিখেছেন, ‘বড় ছেলের ঘর ভেঙে গেল, মন ভেঙে গেল তাও মায়ের শখ মেটে না! ছোট ছেলের বিয়ে নিয়ে কোন চিন্তা নেই, এই বয়সেও গয়না পরার শখ! বৌমাকে কী দেবে? ছেলের পকেট ফাঁকা করে দিচ্ছে মা নিজেই গয়না কিনে!’ সায়ক প্রথমে শান্তভাবে জবাব দিলেও পরবর্তী কুরুচিকর মন্তব্যগুলোর কারণে ক্ষোভ চেপে রাখতে পারেননি আর। এই ঘটনার প্রেক্ষিতে ফেসবুকে এক ভিডিও বার্তায় সায়ক সরাসরি বলেন, জুতো মুখে মারবেন!

সায়কের কথায়, “মাকে নিয়ে যাঁরা খারাপ কথা বলেন, প্রথমত তাদের কোনও অধিকার নেই আর দ্বিতীয়ত একটা সময় মা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, আপনারা সেটাআর ১০% ও চোখে দেখেননি। আপনার সঙ্গে যদি কোনদিনও রাস্তায় দেখা হয়, সাহস থাকলে আমার সামনে এসে বলবেন ওই লেখাগুলো আপনি লিখেছেন। হয় গালে ঠাস করে একটা চড় মেরে দেবো, না হয় জুতো খুলে মুখে সপাটে মারবো!” এমনকি ভিডিওতে তিনি নিজের জুতোও তুলে দেখান সেই মহিলার উদ্দেশ্যে। ভিডিওতে সেই মন্তব্যগুলোর স্ক্রিনশটও দেখান তিনি, দেখান কেনা গয়নার রসিদ এবং তাঁর নিজের জন্য কেনা গলার চেনও তুলে ধরেন প্রমাণ হিসেবে।

আরও পড়ুনঃ ফের নক্ষত্র পতন! ক্যা’ন্সার কেড়ে নিল ‘মহাভারত’-এর কর্ণ’কে! প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর, এক সোনালী যুগের অবসান! শো’কস্তব্ধ টেলিভিশন জগত

এই প্রতিবাদের পর অনেক প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ বলেছেন, ‘মা-ছেলের মধ্যকার ভালোবাসা নিয়ে কারও প্রশ্ন তোলার অধিকার নেই’, আবার কেউ মনে করছেন ‘প্রকাশ্যে এমন ভাষা ব্যবহার না করাই ভালো হত’। জনপ্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে সমালোচনা আসবেই-এটা অনিবার্য। কিন্তু সেই সমালোচনা যদি পরিবার বা বিশেষ করে মায়ের মতো একজন মানুষের প্রতি অপমানসূচক হয়ে ওঠে, তখন সেটার প্রতিবাদ করাটাও একজন ছেলের দায়িত্ব হয়ে দাঁড়ায়। সায়কের এই প্রতিবাদ হয়তো কিছু মানুষের কাছে অতিরিক্ত রকমের মনে হয়েছে, কিন্তু অনেকের কাছেই তা ছিল এক আবেগপ্রবণ ছেলের, মায়ের প্রতি এক অনড় সম্মানবোধের প্রকাশ।