ফের নক্ষত্র পতন! ক্যা’ন্সার কেড়ে নিল ‘মহাভারত’-এর কর্ণ’কে! প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর, এক সোনালী যুগের অবসান! শো’কস্তব্ধ টেলিভিশন জগত

ভারতীয় টেলিভিশনের এক স্মরণীয় অধ্যায় শেষ হল অভিনেতা পঙ্কজ ধীরের (Pankaj Dheer Passes Away) প্রয়াণে। ছোট পর্দায় তাঁর কর্ণ চরিত্র আজও বহু দর্শকের মনে জীবন্ত হয়ে আছে। ‘মহাভারত’ (Mahabharat) ধারাবাহিকে তাঁর অভিনয় ছিল গভীর এবং দৃঢ়, যা তাঁকে বিপুল পরিচিতি এনে দিয়েছিল সারা দেশে। তবে শুধুই একজন অভিনেতা হিসেবেই নয়, ইন্ডাস্ট্রির একজন সহানুভূতিশীল এবং দায়িত্ববান মানুষ হিসেবেও তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।

এদিন তাঁর মৃ’ত্যু সংবাদ নিশ্চিত করেছে সিনে এবং টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA), যেখানে তিনি একসময় চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি পদেও কাজ করেছিলেন। তাঁকে শুধু এক জন শিল্পী হিসেবে নয়, সহকর্মীদের পাশে থাকা একজন পথপ্রদর্শক হিসেবে মনে রেখেছেন সংগঠনটির সদস্যরা, এই খবরে তাঁরাও ভেঙে পড়েছেন। মৃ’ত্যুর দিন এবং শেষকৃত্যের সময় জানিয়ে তাঁদের বিবৃতিতে তাঁকে যথাযোগ্য সম্মান জানানো হয়েছে।

উল্লেখ্য, পঙ্কজ ধীর অনেকদিন ধরেই ক্যা’ন্সারের সঙ্গে লড়ছিলেন। মাঝেমধ্যে সুস্থতা ফিরে এলেও, শেষের দিকে তাঁর শরীর আর সেই লড়াই চালিয়ে যেতে পারেনি। কয়েক মাস আগে ফের অসুস্থতা বেড়ে যাওয়ার পর তাঁকে বড় অস্ত্রোপচারের মধ্যেও যেতে হয়েছিল। কিন্তু শরীর আর সাড়া দিচ্ছিল না। এই দীর্ঘ অসুস্থতার মধ্যে দিয়েই তাঁর জীবন সংগ্রামের একটা বড় অধ্যায় লেখা হচ্ছিল।

১৫ তারিখ সকলেই তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী অমিত বহল সংবাদ মাধ্যমে এই দুঃসংবাদটি পৌঁছে দেন সকলের কাছে। সংবাদটি মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং অনেকেই পুরনো স্মৃতি খুঁড়ে পঙ্কজ ধীরকে স্মরণ করতে শুরু করেন। এই ধরনের মৃ’ত্যুতে একটা প্রজন্মের স্মৃতি যেন আরও বেশি কাছের হয়ে ওঠে, যেখানে টেলিভিশনের পর্দা মানেই ছিল ছুটে যাওয়ার একটা ঠিকানা।

আরও পড়ুনঃ “জাতীয় সংগীতকে এখন ডিজে বানিয়ে ফেলেছে প্রজন্ম!” বাংলায় জাতীয় সংগীতের কোন‌ও মর্যাদাই নেই! বর্তমান সমাজের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা সাগ্নিক চ্যাটার্জী! আজকের যুবসমাজ কি সত্যিই জানে দেশের মর্যাদা মানে কী?

পঙ্কজ ধীরের প্রয়াণে অভিনয় জগতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। কিন্তু তাঁর কাজ, চরিত্র এবং সততার গল্পগুলো থেকে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। অভিনয়ের বাইরে তাঁর যে মানসিক দৃঢ়তা ছিল, সেটাও মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বহুদিন। মৃ’ত্যু অনিবার্য, কিন্তু কেউ কেউ থেকে যান তাঁদের কাজের মধ্যে — পঙ্কজ ধীর তেমনই একজন।

You cannot copy content of this page