হিন্দু বিয়েতে লাল রঙকে শুভ বলে ধরা হয়। তাই বিয়ের সাজে লালের উপস্থিতি দীর্ঘদিনের রীতি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা বদলাচ্ছে। এখন অনেকেই বিয়ের জন্য নিজের পছন্দের রঙ বেছে নিচ্ছেন। সেই ধারাতেই নৃত্যশিল্পী প্রীতিপর্ণা রায় তাঁর বিয়েতে সম্পূর্ণ সাদা রঙের পোশাক বেছে নিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি সমাজমাধ্যমে প্রীতিপর্ণার বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, বর ও কনে দুজনেই সাদা পোশাকে সেজেছেন। এই ব্যতিক্রমী সাজ অনেকের ভালো লেগেছে। আবার কিছু মানুষ বিষয়টি নিয়ে কটাক্ষও করেছেন। বিয়ের সাজ ঘিরে এই আলোচনা দ্রুতই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
এই প্রসঙ্গে অভিনেত্রী মমতা শঙ্করের প্রতিক্রিয়াও সামনে এসেছে। তিনি বলেন, তিনি প্রীতিপর্ণাকে ব্যক্তিগতভাবে চেনেন না। তবে প্রত্যেক মানুষেরই নিজের এবং পরিবারের পছন্দ থাকে। সেই পছন্দ অনুযায়ী কেউ যদি বিয়ের সাজ ঠিক করেন, সেটাই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না বলেও জানান।
অন্যদিকে, প্রীতিপর্ণার ছোটবেলার বন্ধু ও কার্যনির্বাহী প্রযোজক হিয়া চক্রবর্তী জানান, এই সাজের ভাবনা নতুন নয়। অনেকদিন ধরেই প্রীতিপর্ণা ও তাঁর পরিবার এই ধরনের লুক পছন্দ করতেন। ভাইরাল হওয়ার জন্য এমন সাজ নয় বলেও তিনি স্পষ্ট করেন। তিনি জানান, বিয়ের ছবি বন্ধুরাই সমাজমাধ্যমে শেয়ার করেছেন।
আরও পড়ুনঃ “অভিনয় করতে করতে র*ক্তাক্ত হলেও…” পর্দার হাসির আড়ালে লুকিয়ে থাকা নির্মম সত্য ফাঁস করলেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়! বিনোদন জগতের গ্ল্যামারের নেপথ্যে ঠিক কতটা য’ন্ত্রণা সহ্য করতে হয় শিল্পীদের?
হিয়া আরও বলেন, সাদা রঙ শান্তি ও শুভতার প্রতীক। শুভ কাজের আগে সাদা পায়রা ওড়ানো হয়, তাহলে বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সাদা পোশাক পরতে সমস্যা কোথায়। যাঁরা নেতিবাচক মন্তব্য করছেন, সেটা তাঁদের নিজস্ব মত। প্রীতিপর্ণা নিজের পছন্দকেই গুরুত্ব দিয়েছেন এবং বৌভাতেও তিনি চিরাচরিত রঙের বাইরে সাজবেন বলে ঠিক করেছেন।






