হোলিতে রং খেলায় মাতল পূজা-কুণাল! নায়িকার শরীর ছুঁয়ে রঙ আদরে মাখিয়ে দিচ্ছে স্বামী, ভিডিও ভাইরাল

দীর্ঘদিনের প্রেমিক কুনাল ভার্মাকে বিয়ে করেছেন বঙ্গতনয়া পূজা ব্যানার্জি। সন্তানকে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা।

দেখতে গেলে বিয়ের পর এটাই তাঁদের প্রথম হোলি। সেই হোলি রীতিমতো উষ্ণতা মাখা। দুজনের হোলির সেলিব্রেসন এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে উষ্ণতার পারদ তুঙ্গে।

রং খেলার একটি রিল আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুনাল আবেগ মাখা রং মাখিয়ে দিচ্ছেন পূজার শরীরে। আর একই রকম উষ্ণতা মাখা আবেগে আপ্লুত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সাদা লেহঙ্গা চোলি পরেছেন পূজা।

কুণালের পরনে ছিল সাদা রংয়ের কুর্তা। অন্যান্য দিনের মতোই তাঁরা ‘পিকচার পারফেক্ট’। রীতিমতো প্রেমের বন্যা বইয়ে দিয়েছেন এই যুগল। ভিডিয়োতে দেখা যাচ্ছে পূজাকে জড়িয়ে ধরে অঙ্গে রং লাগাচ্ছেন স্বামী। আর এই ভিডিয়োতে আপাতত ডুবে গেলো নেটপাড়া। অনেকে আবার কমেন্ট বক্সে লিখেছে তাদের হিংসা হচ্ছে কুণালকে।

যাইহোক প্রচুর ভালোবাসা এসেছে কমেন্ট বক্সে এই দম্পতির জন্য। দীর্ঘ কয়েক বছর লিভ ইন করেছেন এই দম্পতি। তারপরেই সন্তানসম্ভবা হয়ে পড়েন পূজা। সন্তানের আগমনের পর বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজন।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

You cannot copy content of this page