আমাদের টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন সুন্দরী রচনা ব্যানার্জি। বয়স তার 47 বছর কিন্তু সৌন্দর্যে তিনি 25 বছরের মেয়েকেও গোল দেবেন গুনে গুনে। জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা তাকে আকাশছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে। অভিনেত্রী, সঞ্চালিকার পাশাপাশি তিনি এখন নতুন ভূমিকায়। রচনাস ক্রিয়েশন নামে তিনি নিজের একটি বুটিক খুলেছেন। সেখানে তিনি নানা ধরনের শাড়ি বিক্রি করেন। ফেসবুকে লাইভে এসে তিনি নিজের হাতে শাড়ি দেখান এবং বিক্রি করেন।
তবে এবার এই রচনাস ক্রিয়েশনস এর জন্যই তাকে পড়তে হলো বিপদে। তার জন্য তড়িঘড়ি তাকে নোটিশ জারি করতে হলো সোশ্যাল মিডিয়ায়। তার পোস্ট থেকে জানা যাচ্ছে যে তার সংস্থার লাইভ ভিডিও বিভিন্ন ফেইসবুক পেইজ অন্যায় ভাবে শেয়ার করছে।অনেকেই সেই ফেসবুক পেজ থেকে শাড়ি কিনে ফেলেছেন এই আশায় যে তারা রচনা ব্যানার্জীর কাছ থেকেই শাড়ি পাচ্ছেন। তাই রচনা ব্যানার্জি জানাচ্ছেন যে এইগুলোর কোনোটার সঙ্গে তিনি যুক্ত নন। রচনাস ক্রিয়েশন এর শাড়ি কিনতে হলে শুধুমাত্র তার ভেরিফাইড প্রোফাইল থেকেই কেনা যাবে।
View this post on Instagram
স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় বেশ বিরক্ত হয়েছেন অভিনেত্রী। কয়েক মাস আগে এই শাড়ি ব্যবসাতে এসেছেন রচনা। সেই সময় তাকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। ফেসবুকের অন্যান্য মহিলা ব্যবসায়ীরা তার ওপর তীব্র ক্ষিপ্ত হয়ে ছিলেন। তারা বলতে শুরু করেছিলেন যে একজন সেলিব্রিটি হয়ে শাড়ি ব্যবসা করার কি খুব দরকার ছিল ফেসবুকে? কারণ এবার তো সবাই তাহলে রচনার থেকেই শাড়ি কিনবেন। তাহলে তাদের কী হবে? যদিও সমস্ত সমালোচনা উপেক্ষা করি রচনা তার ব্যবসা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এখনই নতুন বিপদ তিনি কীভাবে সামলে ওঠেন সেটাই দেখার।