বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং ড্রামা কুইন হিসেবেই পরিচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অভিনয় পাশাপাশি বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রেও তার জুড়ি মেলা ভার।
সম্প্রতি কিছুদিন আগেই সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান তিনি তার স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসবেন। তার বিবাহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন নতুন কোনো ঘটনা না। বিগ বসের মঞ্চে হাজির তিনি।বর-বেশে আসা রীতেশের মুখ ঢাকা সেহরায়। তাই কিছুটা কুয়াশাচ্ছন্ন রইলো।
বিগ বসের মঞ্চে অভিনব কায়দায় স্বামীকে অভ্যর্থনা জানান রাখি। ‘ডন’ ছবির বিখ্যাত সংলাপ ধার করে বললেন, “তোমাকে ‘বিগ বস’-এ স্বাগত। ১২টি দেশের পুলিশ এবং পুরো দেশ তোমার জন্য অপেক্ষা করছে।”
View this post on Instagram
তারপরেই আজব ঘটনা ঘটালেন অভিনেত্রী।সকলের সামনেই স্বামীকে ঢিপ করে প্রণাম করেন রাখি। ২০১৯ সালে ব্যাবসায়ী রিতেশ কে বিয়ে করেন রাখি। তারপরে কখনো প্রকাশ্যে আসেননি।মন খারাপ করে অভিনেত্রী জানান তার স্বামী তাকে দেখতে আসেনি। তিনি আরো অনুরোধ করেছিলেন, “আমি চাই এক বার আমার স্বামী সকলের সামনে আসুক।”






চরিত্র থেকে চেহারা নেটপাড়ায় ব্যক্তিগত আক্র’মণে জেরবার অভিনেত্রী কমলিকা ব্যানার্জি! পার্বতী চরিত্রে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, অকপট অভিনেত্রী! তবেই কি পরিবর্তন হল চরিত্রের?