ওসব কাঁচা বাদাম, কাঁচা পেয়ারা ভুলে যান, বাজারে চলে এলো রানু মন্ডল এর নতুন গান কাঁচা লঙ্কা! শুনে দেখুন কেমন লাগে
এতদিন সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে রাজত্ব করেছে কাঁচা বাদাম। তারকা থেকে সাধারণ মানুষ সবাই দলে দলে দিয়েছে এই গানের উপর রিল ভিডিও বানাতে। তবে এবার বাজার কাঁপাছে নতুন গান। এই গান বাদাম কাকু নয়, গেয়েছে রানু মন্ডল।
রানাঘাট স্টেশনের ভিক্ষাজীবির এত সুন্দর কন্ঠ স্বর শুনে প্রথম দিনেই মোহিত হয়ে গিয়েছিল নেট দুনিয়া। আর তারপরই ভাইরাল হয়ে যায় এই গায়িকা। তার পরেই হঠাৎ করে উঠে আসে বাদাম কাকু। কাঁচা বাদাম বিক্রি করতে গিয়ে ভাইরাল হয়ে যায় সে।
এখনও লতাকন্ঠী রানু মন্ডলের গান শুনতে চায় মানুষ। কাঁচালঙ্কার গানটিও বেশ মনে ধরেছে তাদের। টলিউডের জনপ্রিয় এক ছবির গান ‘ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে’ গানটি গাইল রানু মন্ডল।
হাতে একটি কাঁচা লঙ্কা নিয়ে রানু মন্ডলের এই গান বেশ ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই গানটি বহু পুরোনো তবে শ্রোতাদের মাঝে আবার নতুন করে ঝড় তুললো। কাঁচালঙ্কা হাতে নিয়ে ‘ঝাল লেগেছে’ গান যে এবার হিট হতে চলেছে তা বলাই বাহুল্য।
কিন্তু রানু মন্ডলের গান ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই তা নিয়ে কটাক্ষ শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। লতাকন্ঠী এই গায়িকাকে নিয়ে মজা করেন সবাই কিন্তু তার কন্ঠ সবাই ভালবাসে। মাঝেমধ্যেই বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেও ভাইরাল হয়ে যায় রানু মন্ডল