বাংলায় সাফল্যের পর এবার হিন্দি ‘কথা’-তে ফিরছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে! স্টার জলসার জনপ্রিয় জুটি এবার নতুন হিন্দি রিমেকে একসঙ্গে! শুরু হচ্ছে তাদের অভিনয় জীবনের নতুন অধ্যায় — কিন্তু হিন্দি দর্শকদের মনেও কি একই জাদু ছড়াতে পারবেন এই প্রিয় জুটি?

বাংলা বিনোদন জগতে ধারাবাহিকের প্রভাব আজ এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে ছোট পর্দা বড় পর্দার মতোই মানুষের আবেগের অংশ হয়ে উঠেছে। একসময় শুধুমাত্র সিনেমাই ছিল দর্শকদের আনন্দের উৎস, কিন্তু এখন টেলিভিশনের ধারাবাহিকই ঘরে ঘরে আলোচনার কেন্দ্রবিন্দু। চরিত্র, গল্প, আবেগ—সব কিছু মিশে গিয়ে দর্শকদের মনে এক বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে ধারাবাহিক জগত।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ ছিল এমনই একটি নাম, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে অভিনীত এই সিরিয়াল টিআরপি তালিকায় দাপট দেখিয়ে এসেছে। তাদের অভিনয়, রসায়ন, আর বাস্তবের মতো গল্প—সব মিলিয়ে ‘কথা’ শুধু একটা সিরিয়াল ছিল না, ছিল এক আবেগ। এই সিরিয়ালের শেষ হওয়ার পরও দর্শকরা আজও তাদের অন-স্ক্রিন জুটিকে ভুলতে পারেননি।

‘কথা’-র বিপুল জনপ্রিয়তাই যেন সাহেব ও সুস্মিতার জন্য খুলে দিল নতুন দরজা। টেলিভিশনের পর্দায় তাদের জুটির সফলতা এবার পৌঁছে যাচ্ছে জাতীয় পর্যায়ে। প্রযোজনা সংস্থাগুলির নজর এখন এই দুই শিল্পীর ওপর। বাংলা থেকে হিন্দি—এ যেন তাদের কর্মজীবনের এক নতুন অধ্যায়।

জানা গিয়েছে, সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে শিগগিরই এক নতুন হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। ধারাবাহিকটির নাম ‘কভি নিম নিম কভি সেহাদ’। এটি মূলত স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকের একটি হিন্দি রিমেক। তবে চরিত্রগুলো আগের মতো হলেও গল্পে থাকবে নতুন মোড়, নতুন আবেগ।

আরও পড়ুনঃ বিধায়কের স্ত্রী বলে কি অধিকার নেই? খোঁজ নিয়ে দেখবেন বিজেপির লোকেরাও স্বাস্থ্য সাথীর সুবিধা নেয়! লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে বি’স্ফো’রক শ্রীময়ী চট্টরাজ! ধুয়ে দিল নেটপাড়া

এই ধারাবাহিকটি প্রযোজনা করছেন বাংলা ইন্ডাস্ট্রির ‘মহারাজা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে। বাংলা থেকে হিন্দি পর্দায় সাহেব ও সুস্মিতার এই যাত্রা তাই অনেকটাই বিশেষ। এখন দেখার বিষয়, দর্শকদের প্রিয় এই জুটি হিন্দি পর্দায় কতটা হৃদয় জয় করতে পারেন।

You cannot copy content of this page