“আমি অর্ধেক মরে বেঁচে আছি” – শ্রীলেখা মিত্র প্রকাশ্যে ক্ষমা চাইলেন নিজের ভুলের জন্য! কী বিরাট ভুল করেছেন টলি অভিনেত্রী?

জীবনের একেকটি মুহূর্তে এমন কিছু অভিজ্ঞতা থাকে যা ভুলতে চাইলেও ভুলে যাওয়া যায় না। বিশেষত যখন সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে প্রিয়জনের হারানোর বেদনা। সম্প্রতি এমনই এক আবেগঘন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক মাধ্যমে তাঁর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। সেখানে তিনি জানালেন, এক অদ্ভুত ভুল করে বসেছেন তিনি, যা তাঁকে গভীরভাবে আঘাত করেছে।

টলিউডের পরিচিত মুখ শ্রীলেখা মিত্র। স্পষ্টভাষী হিসেবে তিনি বরাবরই পরিচিত, ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তিনি অকপটভাবে ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তবে এবার নিজের ভুলের কথা স্বীকার করে নিয়েই তিনি আলোচনায় এলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, চার বছর আগে বাবাকে হারালেও এই বছর বাবার মৃত্যুবার্ষিকীর দিনটি ভুলে গিয়েছিলেন তিনি।

অভিনেত্রী নিজের পোস্টে বাবার একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিটি রজনীগন্ধার মালা দিয়ে সাজানো। পাশে রাখা রয়েছে রজনীগন্ধার স্টিক। পোস্টে শ্রীলেখা লিখেছেন, “গতকাল যে ২৫ সেপ্টেম্বর ছিল তা একবারও মনে পড়ল না। ২৫ তারিখ বাবা চলে গিয়েছিল, সেটাও ভুলিনি। অথচ কালই যে বাবার মৃত্যুবার্ষিকী ছিল তা একবারের জন্যও মনে পড়ল না? ভাই ছবি পাঠাতে মনে পড়ল।” এই লাইন থেকেই স্পষ্ট, ভুলে যাওয়ার জন্য নিজেকেই বারবার প্রশ্ন করছেন তিনি।

শ্রীলেখা আরও লিখেছেন, “কী হয়েছে আমার? জানি না, ভাল লাগছে না। বাবা, তোমায় আমি ভুলিনি। এই যন্ত্রণা থেকে কোনও দিন মুক্তি পাব না। আমি অর্ধেক মরে বেঁচে আছি, তোমরা চলে যাওয়ার পর।” এই পোস্টে তাঁর কষ্ট যেন ফুটে উঠেছে প্রতিটি শব্দে। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা আর নিজের ভুল—দুটোই যেন তাঁর মনে একসঙ্গে আঘাত করেছে।

আরও পড়ুনঃ “সাক্ষাৎকার দিয়ে সময় নষ্ট করি না, নিজের কৃতিত্ব নিয়ে বসে থাকার দরকার মনে হয় না!” “আমি ‘ঘরে বাইরে’ ছাড়া নিজের কোনও ছবিই দেখিনি আজ পর্যন্ত”— বিপুল জনপ্রিয়তা সত্বেও প্রচারবিমুখতা নিয়ে অকপট ভিক্টর বন্দ্যোপাধ্যায়! কেন শহর থেকে দূরে একা জীবন কাটাচ্ছেন তিনি?

বর্তমানে অভিনেত্রীর সারা পৃথিবী তাঁর পোষ্য সারমেয় আর একমাত্র সন্তানকে ঘিরেই। বাবার মৃত্যু, ব্যক্তিগত টানাপোড়েন—সবকিছু সামলেই তিনি নতুন করে বাঁচার চেষ্টা করছেন। তবু বাবাকে ভুলে যাওয়ার এই ঘটনাটি যেন তাঁকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার এই পোস্ট দেখে অনেকেই তাঁকে সমবেদনা জানিয়েছেন। জীবনের এই অদ্ভুত ভুল তাঁকে যেমন কষ্ট দিয়েছে, তেমনই ভক্তদের চোখেও এনে দিয়েছে জল।