‘আমি ভিখারি নাকি যে অডিশন দিয়ে গান গাইব?’,বলিউড নিয়ে বিরক্ত সোনু নিগম! সঙ্গীত পরিচালকদের প্রতি উগরে দিলেন ক্ষোভ 

বলিউডের অতি জনপ্রিয় গায়ক হলেন সোনু নিগম। বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি বলিউডকে। এর পাশাপাশি তাঁর নিজস্ব মিউজিক অ্যালবামও বেশ হিট করেছে অনুরাগীদের মধ্যে। কিন্তু সম্প্রতি নাকি বলিউডের উঠতি গায়কদের সামনে কোণঠাসা হয়ে পড়ছেন তিনি। বর্তমানে এখন আর তাঁকে বিশেষ বলিউডের গান গাইতে শোনা যায় না। তাই অভিমান হওয়াটাও স্বাভাবিক।

কেন তিনি আর গান করেন না বলিউডে? অভিমান নাকি রয়েছে অন্য কারণ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা মুখ খুললেন এই নিয়ে।

না, বলিউড তাঁকে যে একেবারে ভুলে গিয়েছে সেটা নয়। আজও বিভিন্ন ছবির জন্য গান গাওয়ার প্রস্তাব পান তিনি। তবে তার জন্য নাকি এমন নামকরা গায়ককেও ‘অডিশন’ দিতে হয়! এই ব্যবস্থা তাঁর নাকি একেবারেই পছন্দ নয়।

এছাড়া বর্তমান সময়ে সঙ্গীত পরিচালকদের কাজ করার ধরন একেবারেই পছন্দ নয় তাঁর। নায়িকার মতে আজকাল একটা গানই বিভিন্ন শিল্পীদের দিয়ে গাওয়ানো হয়। তারপর সেটা প্রযোজকদের হাতে ছেড়ে দেওয়া হয়। তাঁরাই বেছে নেন, কোন শিল্পীর গান ব্যবহার করা হবে কোন বিশেষ সিনেমায়। এটা যেনো স্বয়ংবরের মতো অবস্থা। কিন্তু এই বিষয় নিয়ে একেবারেই নিরাপত্তাহীনতায় ভোগে না সোনু।

গান গাওয়ার জন্য পরিচালক-প্রযোজকদের পিছনে দৌড়াতে হয় না তাঁকে। তিনি বলেন তাঁর ভক্তরা গর্ববোধ করে যে তাদের পছন্দের গায়ক গানের জন্য ভিক্ষা করে না। আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র জন্য সম্প্রতি গান রেকর্ড করলেন সোনু নিগম।সংগীতপরিচালক প্রীতম নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

You cannot copy content of this page