দেব রুক্মিণীর সঙ্গে নাচ করলেন সৌরভ! জমে গেলো দাদাগিরি

দাদাগিরির নবম সিজন জমে উঠেছে। নিত্যনতুন চমক এক একটি পর্ব বেশ আকর্ষণীয় হয়ে উঠছে দর্শকদের কাছে। এবার আবার দর্শকদের মন মাথাতে দাদাগীরির মঞ্চে কিশমিশ নিয়ে আসছেন দেব এবং রুক্মিণী। নাচে-গানে জমজমাটি আড্ডায় জমে যাবে খেলা।

শুধু তাই নয় এই পর্বে দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে একেবারে অন্য রূপে। অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে নাচ করবেন তিনিও। বাঙালির প্রিয় মহারাজের মুখে শোনা যাবে ‘নজরকে সামনে জিগার কে পাস’ গানটি। ‘তুই বলব না তুমি’ গানটিতে নাচ করেছেন দেব, রুক্মিণী এবং সৌরভ। তার একটি ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা দেব। এছাড়াও রয়েছে অন্যান্য আরো অনেকে। সেই ভিডিও দেখে একেবারে সোশ্যাল মিডিয়া ব্যবহার কারীরা।

জানা গেছে খুব শীঘ্রই এই পর্বটি সম্প্রচারিত হবে। এই মাসের শেষেই মুক্তি পাবে কিশমিশ। তার আগে দাদাগিরির মঞ্চে প্রচার পর্ব সারতে এসেছিলেন দেব এবং রুক্মিণী। এমনিতে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে তারকারা মেতেছেন সিনেমার ‘তুই বলব না তুমি’ গানে। এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন মহারাজ।

You cannot copy content of this page