একের পর এক ধাক্কা গাড়িতে, গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার সৌরভ গঙ্গোপাধ্যায়

তিনি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই অধ্যক্ষ, প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । খেলার ময়দান হোক বা টিভির পর্দা সর্বত্রই তিনি সমান স্বচ্ছন্দ। রিয়েলিটি শো দাদাগিরি’র সাফল্যই তার প্রমাণ। এই মঞ্চেও দীর্ঘদিন ধরে অবাধ চলেছে তাঁর দাদাগিরি। তিনি বাংলার মহারাজ। তাকে নিয়ে বাঙালির আবেগ আলাদাই।

তবে এবার মহারাজক নিয়ে খারাপ খবর। গভীর দুর্ঘটনার কবলে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ‌ সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান যাচ্ছিলেন তিনি। আর তখনই ঘটে গেছে এই বীভৎস দুর্ঘটনা।

Indian cricketer

জানা গেছে, বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে দাঁতনপুর বলে এক জায়গায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা গেছে, প্রবল বৃষ্টিতে সৌরভের গাড়ির কনভয়ের পাশে থাকা একটি লরি এসে চেপে দিলে ধাক্কা লাগে পরপর গাড়িতে। আর তার জেরেই ঘটে এই দুর্ঘটনা।

আরও পড়ুনঃ “আমাকে এখন আর কেউ কাজে নেয় না, ভাবে যদি হুট করে মরে যাই!” ৮৮তম জম্মদিনে অকপট সাবিত্রী চট্টোপাধ্যায়

এই পরিস্থিতিতে মহারাজের গাড়ির চালক জোড়ে ব্রেক কষেন। এর ফলে পিছনে থাকা গাড়ি গুলিতে পরপর একে অপরের সঙ্গে ধাক্কা লাগতে থাকে। যদিও এই দুর্ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোন‌ও খবর নেই। যদিও পরবর্তীতে সুস্থভাবে নিজের গন্তব্যে পৌঁছানো মহারাজ। যদিও হাইওয়েতে আকছার বড় বড় দুর্ঘটনা ঘটেই থাকে। তাই বলাই যায় বাংলার মহারাজ এক বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন।