আজ যেমন টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন, তেমনই আজ আরেক কিংবদন্তী অভিনেত্রীরও জন্মদিন। তবে, তিনি আজ বার্ধক্যজনিত কারণে সেই অবস্থায় নেই যে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সকলকে জানাবেন যে, আজ তাঁর জন্মদিন। অভিনেত্রীর নাম সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chattopadhyay)।
কোন সেই ছোট্ট বয়সে বাবা-মায়ের হাত ধরে ওপার থেকে এপারে চলে এসেছিলেন তিনি। দেখতে দেখতে জীবনের ৮৭টা বছর কেটে গেল। এই বছর ৮৮তে পা দিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। বিয়ে থা করেননি কখনোই। এখনও নিজেকে মা-বাবার পুত্র বলতে বেশি স্বছন্দবোধ করেন অভিনেত্রী। এখন আর ছোটো পর্দা বা বড়ো পর্দা কোথাও তেমনভাবে দেখা যায় না তাঁকে। কেমন আছেন এই অভিনেত্রী? খোঁজ নেয় শহরের এক নামী সংবাদ মাধ্যম।
নিউ আলিপুরের রাস্তার ধারে বাড়িটি আগলে বসে থাকেন অভিনেত্রী। অভিনেত্রী, প্রথম ফোন ধরাতেই সাক্ষাৎকারীর কাছে ভেসে এলো প্রাণখোলা সেই হাসির কণ্ঠস্বর। অভিনেত্রীকে, এই ইন্ডাস্ট্রিতে অনেকে আবার ‘সাবু আন্টি’ নামেও ডাকে। সাক্ষাৎকারীর ফোন পাওয়ার পরেই অভিনেত্রী তাকে জানালেন, “আমরা খুব ভালো লাগছে। সকাল থেকে অনেকে ফোন করছে। এই যে আপনার ফোনটা পেলাম, অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই যে, মনে করে আজকের দিনে ফোন করলেন”।
আরও পড়ুনঃ ঠোঁটে ঠোঁট রেখে স্বামীর জন্মদিনে উষ্ণতা ছড়ালেন শুভশ্রী! রাজের জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেত্রীর
অভিনেত্রী তাঁর সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, “হয়তো অনেকের কাছে আমি মারা গিয়েছি। আমার মৃত্যু নিয়ে ভুয়ো খবরও ছড়িয়েছে। এই বয়সে মানুষ কেবল মৃত্যুর জন্যই অপেক্ষা করতে পারেন। এখন তো আর কেউ বলবে না, দীর্ঘজীবী হও। সেই দীর্ঘজীবন আমি কাটিয়ে এসেছি”। এই কথার মাধ্যমে অভিনেত্রী কিছুটা হলেও দুঃখ প্রকাশ করলেন তিনি।
কথার মাধ্যমে অভিনেত্রী জানান, এখনও প্রবল ইচ্ছা রয়েছে শুটিং ফ্লোরে যাওয়ার। কিংবদন্তী শিল্পী জানান, “আমাকে কেউ নেয় না। ভাবে, যদি হুট করে মরে যাই, ছবির কাজটা শেষ হবে না। এটাই সকলের ভয়। সেটা থাকাও অমূলক নয়। হতেই তো পারে”। সবশেষে, অভিনেত্রীকে তাঁর জীবনের শতবর্ষ উদযাপনের কথা বলতেই তিনি বলেন, “ওরেব্বাবা, আমি তো চাই ১০০ বছর বাঁচতে। পারব কি না জানি না। তবে তাই-ই যদি হয়, খুব ভালো লাগবে। সেলিব্রেট করব। সবাইকে ডাকব”।