আট লাখের শাড়ি অর্ডার করেছেন ডোনা!দাম শুনে চক্ষু ছানাবড়া সৌরভের, এত দামী শাড়ি হয় নাকি?প্রশ্ন মহারাজের!

বাঙালির একটি বিশেষ আবেগপ্রবণ রিয়ালিটি শো হলো দাদাগিরি। শনি-রবি রাতে টিভির সামনে বসে ‘দাদাগিরি’ না দেখলে ঠিক সপ্তাহান্তের আনন্দ উপভোগ করতে পারেন না দর্শকরা। কারণ তাঁরা সপ্তাহের এই দুদিন মহারাজকে একেবারেই অন্য মেজাজে দেখতে পান। বিভিন্ন প্রতিযোগিতার গোপন তথ্য ফাঁস করে দেন সৌরভ। এদিকে নিজের সম্পর্কে বিশেষ কিছু বলতে চান না তিনি।

সম্প্রতি ‘দাদাগিরি’তে প্রতিযোগিতা খেলতে গিয়েছিলেন নদীয়ার ফুলিয়ার শাড়ির ব্যবসায়ী বীরেন কুমার বসাক। তিনি গল্পের ছলে একটি তথ্য জানান যে তাঁর কাছে নাকি একটি আট লাখের শাড়ি আছে।

এই তথ্য শুনে রীতিমত হতভম্ব হয়ে যান সৌরভ। এই ঘটনা তাঁর কাছে যে কল্পনাতীত এটা তার অঙ্গভঙ্গির বহিঃপ্রকাশেই বোঝা গেছিল। বীরেণবাবু আবার জানান যে তিনি বৌদির সাথেও কথা বলেছেন।

বৌদিও তাঁর সাথে কথা বলেছেন। সৌরভ অবাক হয়ে বলেন যে উনি ওখানেও পৌঁছে গিয়েছেন! এরপর ওই শাড়ির ব্যবসায়ী জানান যে ডোনা টেলিফোন করেছিলেন তাঁকে। বললেন তাঁর নাকি ২০০ শাড়ির দরকার।

তিনি তখন বলেন বৌদি ২০০ শাড়ি তো তাঁর পক্ষে একসঙ্গে করা সম্ভব নয়। নাচের অনুষ্ঠানের জন্য তিনি নাকি চেয়েছিলেন। এরপর সৌরভ মজার ছলেই জানান যে তিনি যদি ২০০ শাড়ি নিয়ে আসেন তাহলে তাঁকে একটা ফোন যেনো করেন।

বিচিত্র এই শাড়ির কিছু সম্ভার অনুষ্ঠানে তুলে ধরেন বীরেণবাবু। সেই শাড়ী দেখে তাজ্জব হয়ে যান সৌরভ। ৮ লক্ষ মূল্যের সেই শাড়িটিও তিনি দেখান যা তৈরি করতে প্রায় দু বছর সময় লেগেছিল তাঁর।

You cannot copy content of this page