সরস্বতী পুজো মিটতেই আবার শরীরচর্চায় মন শ্রীলেখার! ভাইরাল ভিডিও

সবেমাত্র শেষ হয়েছে সরস্বতী পুজোর রেশ। তবে পুজো ভালো করে উপভোগ করলেও এর পরেই আবার ফিটনেসের দিকে মনোযোগী হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি ভাইরাল হয়েছে নায়িকার জিমের ভেতরের একটি ভিডিও। সেখানেই তাঁকে দেখা গেছে ঘাম ঝরাতে।

রীতিমতো কসরত করছেন। আর সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে নিজেই শেয়ার করে নিয়েছেন নায়িকা। তবে এবার তাঁর ভিডিওতে নেতিবাচকের পরিবর্তে ইতিবাচক মন্তব্য বেশি দেখা গেলো। তাঁর কমেন্টবক্সে চোখ রাখলেই তা বোঝা যাচ্ছে। একেবারে শরীরচর্চার পোশাকে জিমে গিয়ে রীতিমত কসরত করতে দেখা গেল শ্রীলেখাকে। নিজের ইনস্টাগ্রামের পাতায় সেই ভিডিও ইনস্টা রিল আকারে শেয়ার করেন তিনি। সেই ভিডিও পোস্ট করার পরেই রীতিমত ভাইরাল হয়ে যায় সেটা নেটিজেনদের মধ্যে। এমন সুন্দর এই ভিডিও দেখে তাঁর প্রশংসা বেশি করেছেন বেশিরভাগ নেটজনতা।

গতবছরের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত হইচইয়ের ‘রুদ্রবীণার অভিশাপ’এ অন্যতম একটি মুখ্য চরিত্রে দেখা গিয়েছে এই টলি নায়িকাকে। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি রাজনীতির ময়দানেও বেশ সক্রিয় হয়েছেন। সিপিএমের হয়ে বিভিন্ন জমায়েতে, মিছিল-মিটিংয়ে দেখা মেলে তাঁর। আর নিজের মতাদর্শ ও ভাবাদর্শ নিয়ে বেশ স্বচ্ছন্দে থাকতে পছন্দ করেন তিনি। তাই নিন্দুকদের বিশেষ পাত্তা দেন না শ্রীলেখা।

You cannot copy content of this page