টেলিভিশন পর্দায় নতুন ধারাবাহিকের লাইন লেগেছে। একের পর এক নতুন সিরিয়াল মুখ দেখাচ্ছে টিভি পর্দায়। সন্ধ্যা থেকেই এই সকল সিরিয়াল দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছে। তবে টেলিভিশন পর্দায় সম্প্রচারিত এই সকল সিরিয়ালগুলির মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা। নতুন সিরিয়াল গৃহপ্রবেশ (Grehaprabesh) আসছে স্টার জলসায় (Star Jalsha)। আর তার জন্যই এবার বাতিল হতে চলেছে রোশনাই (Roshnai)।
গৃহপ্রবেশ আসতেই বাতিল হচ্ছে রোশনাই!
বেশ কিছু মাস হল যে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক রোশনাই। শন ব্যানার্জি ও অনুষ্কা গোস্বামী অভিনীত জলসা পর্দার এই মেগা দর্শকদের মন দখল করেছিল এতদিন। তবে এই ধারাবাহিকের গল্প দেখে প্রতিনিয়ত অসন্তুষ্ট হচ্ছেন দর্শক। সিরিয়ালের নায়কের চরিত্র ঘিরেও উঠছে প্রশ্ন। পাশাপাশি, নায়িকা বদলের খবর কানে এসেছে।
অভিনেত্রী অনুষ্কা গোস্বামী কিছুদিন আগেই কনফার্ম করেছেন যে, স্টার জলসার রোশনাই ধারাবাহিক তিনি ছেড়ে দিচ্ছেন। কিন্তু হঠাৎ কেন এমন কঠোর সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? যদিও নায়িকা এই বিষয়ে কোন কথা বলতে চাননি। খুব সম্ভবত অসুস্থতার কারণেই সিরিয়াল ছাড়ছেন তিনি। অনুষ্কার বদলে এবার রোশনাই চরিত্রে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়কে।
এদিকে, নতুন ধারাবাহিক নিয়ে টেলিভিশন পর্দায় আবার ফিরছেন অভিনেত্রী উষসী রায়। জলসার পর্দায় আসছে অভিনেত্রী নতুন মেগা গৃহপ্রবেশ। আর রাজ চক্রবর্তী প্রোডাকশনের নতুন সিরিয়াল আসছে বলেই উলটপালট হয়ে যাচ্ছে জলসার সিরিয়াল শিডিউল। বদলে যাচ্ছে ধারাবাহিকের স্লট। নতুন ধারাবাহিককে জায়গা দিতে তাই স্লট
হারা রোশনাই।
আরও পড়ুন: আরজিকর কাণ্ডে প্রতিবাদী মুখ! সরকারের রো’ষে পড়ে একের পর এক কাজ হা’রাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী
এমনিতে জলসার রোশনাই ধারাবাহিক টিআরপি তালিকায় সেভাবে সাড়া ফেলতে পারছে না। তার মধ্যে নায়িকা বদল। সব মিলিয়ে বেশ গোলযোগ। এরই মধ্যে স্লট বদলে গেল এই সিরিয়ালের। নতুন সিরিয়াল ‘গৃহপ্রবেশ’ দেখানো হবে সন্ধ্যায়। তাই রোশনাই ধারাবাহিককে পাঠানো হলো রাতে। এই ধারাবাহিক এখন রাত দশটায় দেখা যাবে। খবর মিলছে, আপাতত সিরিয়ালটি শেষ করার ভাবনা নেই। স্লট বদল অবধি সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।






‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালিয়েই যাচ্ছিল, অবসাদ থাকলেই যা খুশি করা যায় না!’ ‘মান’সিকভাবে অ’সুস্থ হলেও সীমা মানতে হয়, লেবুটা এমন কচলাবেন না যাতে তেতো হয়ে যায়!’– ঋজুকে নিয়ে মানসীর স্মৃতিচারণে সামনে এলো নতুন বিতর্ক, বিভিন্ন ম্যাসেজ করে উত্তপ্ত করেছেন অভিনেত্রীর বোনকে!