আরজিকর কাণ্ডে প্রতিবাদী মুখ! সরকারের রো’ষে পড়ে একের পর এক কাজ হা’রাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী

আরজি কর-কাণ্ড (RGKarCase) নিয়ে জোরালো প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়লেন এক জনপ্রিয় অভিনেত্রী (Bengali Actress)। সাম্প্রতিক একটি সামাজিক মাধ্যম পোস্টে তিনি জানিয়েছেন, সরকারের বিরোধিতার কারণে দু’টি বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হয়ে গেছে। ওই কাজের জন্য এজেন্সি তাকে নির্বাচিত করলেও শেষ পর্যন্ত উচ্চতর নির্দেশে তাকে বাদ দেওয়া হয়। প্রতিবাদের জেরে তার হাতে আসা বড় অঙ্কের পারিশ্রমিকও হারালেন।

আরজিকর কান্ডের প্রতিবাদ করায় কাজ পাচ্ছেন না অভিনেত্রী!

অভিনেত্রীর মতে, “সরকারের মন্ত্রীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আমার এই স্পষ্ট বক্তব্য অনেকেরই অপছন্দ।” তিনি জানান, পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তার বক্তব্যের কারণেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরাসরি কথা বলতে দ্বিধা করেননি।

এই ঘটনার প্রভাব সত্ত্বেও অভিনেত্রী দৃঢ় এবং আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমি কোনওকালেই মধু মাখিয়ে কথা বলতে পারি না। সমাজের সৎ ও নির্ভীক কণ্ঠস্বর হয়ে থাকার চেষ্টা করি।” তার মতে, তিনি বিলাসবহুল জীবনযাপনের অভ্যাস না রাখায় আর্থিক চাহিদা সীমিত। ফলে, এমন পরিস্থিতিতে বিচলিত হওয়ার প্রয়োজন নেই।

নিজেকে সৎ এবং আত্মনির্ভর দাবি করে তিনি আরও বলেন, “নিজের কাজ নিজেই জোগাড় করি। কোনও তথাকথিত ‘সুগার ড্যাডি’ বা বড় প্রভাবশালীর সহায়তায় চলি না। নিজের পথে ঠিক চালিয়ে নেব।” তিনি বিশ্বাস করেন, সৎ ও নির্ভীক ব্যক্তিরাই প্রকৃত অর্থে বিজ্ঞাপনে বিশ্বাসযোগ্য মুখ হতে পারেন।

আরও পড়ুন:ছোট পর্দাকে বিদায় জানিয়ে এবার বড় পর্দায় অন্বেষা! বছর শেষের শীতেই আসছে নতুন সিনেমা, আনন্দী চরিত্রে দেখা যাবে কাকে?

অভিনেত্রীর মতে, বিতর্ক তাকে আরও দৃঢ় করে তুলেছে। “আমি যে সঠিক পথে হাঁটছি, তা বুঝতে পারি। তাই আমার বিরুদ্ধে এত কথা ওঠে,” বলে মন্তব্য করেন তিনি। সাহসী প্রতিবাদ করার কারণে বিজ্ঞাপন হারালেও নিজের আদর্শ থেকে সরতে রাজি নন।

You cannot copy content of this page