কোয়েল ছাড়াও মহালয়ায় থাকছেন জলসার জনপ্রিয় নায়িকারা! কোন কোন দেবী রূপে কাদের দেখা যাবে জানেন?

শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন (Pujo 2024) আর কয়েকদিন পরেই ঢাকে পড়বে কাঠি। অক্টোবরের শুরুতেই এ বছর পুজো। আর পুজো মানেই মহালয়া। দেবীপক্ষের সূচনায় সেজে উঠবে গোটা শহর। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া শুনে মুগ্ধ হবেন সবাই। একইসঙ্গে টিভি পর্দায় আয়োজিত হবে মহালয়ার অনুষ্ঠান।

স্টার জলসা, জি বাংলা সমস্ত চ্যানেলের তরফে প্রতি বছর মহালয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। দেবী দুর্গার বিভিন্ন রূপ দেখানো হয়। জনপ্রিয় অভিনেত্রীরা দেবী দুর্গার রূপে অভিনয় করেন। যেহেতু মহালয়া আসতে আর বেশিদিন বাকি নেই, তাই মহালয়ার অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।

টিভি পর্দায় মহালয়ার অনুষ্ঠান!

দর্শকরা অপেক্ষায় আছেন, তাঁদের প্রিয় অভিনেত্রীদের মা দুর্গার রূপে দেখবেন বলে। ইতোমধ্যে জানা যাচ্ছে কোন চ্যানেলে কাকে দেখা যাবে দেবী দুর্গার রূপে। ‌ টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীরা ছাড়াও টেলিভিশনের অভিনেত্রীরা মহালয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মায়ের বিভিন্ন ‌রূপে দেখা যায় টেলিভিশনের নায়িকাদের।

স্টার জলসায় মহালয়ার অনুষ্ঠান ২০২৪

স্টার জলসা ( Star Jalsha) এবারে মা দুর্গা ৩টি রূপে দেখতে পাবে দর্শকেরা। প্রথম রূপটি হল মহিষাসুরমর্দিনী দ্বিতীয় রূপ থাকছে ডাকের সাজে মা দুর্গা তৃতীয় রূপটি থাকছে মা কালী রূপে মা দুর্গা। এই তিনটি রূপেই দেখা যাবে তিন জনপ্রিয় নায়িকাকে।

আরও পড়ুন: সশরীরে ফিরলো রাই! জীবন বাঁচালো অনির্বাণের! এবার সবাই মিলে নীলুকে দেবে পুলিশে

দর্শকেরা দেখতে পাবেন মহিষাসুরমর্দিনী মা দুর্গার রূপে, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ( Koyel Mallick) দুর্গার রূপে কোয়েল মল্লিকের লুক সেট হয়ে গেছে। ডাকের সাজে রূপে আর মা কালী রূপে কোন কোন নায়কারা থাকবে সেটা এখনও ঠিক হয়নি।

You cannot copy content of this page