‘এইসব মার্কেটিং এর অংশ, মেসির সঙ্গে ছবি তুলে ব্যবসা করেছেন শুভশ্রী’, ‘মদন মিত্র জেল খাটলে তারও জেলখাটা উচিত’ মেসি-শুভশ্রী কান্ডে জোর তরজা টলিউডে

মেসির সঙ্গে ছবি পোস্ট করার পর থেকেই তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে কটাক্ষ ও কুরুচিকর মন্তব্যের ঝড় ওঠে। এমনকী তাঁর শারীরিক গঠন নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। এই পরিস্থিতিতে রবিবার প্রকাশ্যে প্রতিবাদ জানান পরিচালক রাজ চক্রবর্তী। স্ত্রীর সম্মান রক্ষায় তিনি স্পষ্ট জানান, বিষয়টি আর নীরবে সহ্য করা হবে না।

সোমবার রাজ চক্রবর্তী টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, শুভশ্রীকে উদ্দেশ করে করা মন্তব্যগুলি শুধু অশালীন নয়, পরিকল্পিতভাবেও করা হয়েছে। রাজের দাবি, এই আক্রমণ ব্যক্তিগত স্তরে আঘাত করার পাশাপাশি রাজনৈতিক প্রভাবেও পরিচালিত। তাঁর প্রশ্ন, একই ঘটনা যদি কোনও বলিউড অভিনেত্রীর ক্ষেত্রে ঘটত, তবে কি একই ধরনের কটাক্ষ করা হত।

এই অভিযোগ ঘিরেই নতুন বিতর্ক উসকে দেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি প্রশ্ন তোলেন, যুবভারতী স্টেডিয়ামে ঘটনা ঘটলেও কেন টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হল। অর্জুনের দাবি, পুলিশের ওপর প্রভাব খাটানোর উদ্দেশ্যেই বাসস্থান এলাকার বাইরে গিয়ে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হলে তাঁর পাশে দাঁড়ানোর কথাও জানান তিনি।

এখানেই থামেননি অর্জুন সিং। তাঁর পাল্টা অভিযোগ, শুভশ্রী নিজেই মেসির সঙ্গে ছবি তুলে ব্যবসা করেছেন। অর্জুন বলেন, এই ছবি মার্কেটিংয়ের অংশ, যা থেকে আর্থিক লাভ হতে পারে। তাই শুভশ্রীর বিরুদ্ধেও এফআইআর হওয়া উচিত। তিনি দাবি করেন, কোটি কোটি টাকা খরচ করে যারা প্রতারিত হয়েছেন, তাদের ক্ষতির দায় এড়ানো যায় না।

আরও পড়ুনঃ “ব্যক্তিগত আ’ক্রমণটা রাজনৈতিক ব্যক্তিরা করছে…সাহস থাকলে সামনে বলুন, জিভ-চোখ খুব’লে নিতে পারি!” সামাজিক মাধ্যমে প্রতিবাদেও থামেনি কুৎ’সা, শুভশ্রীকে আক্র’মণ আরও চরমে পৌঁছনোয় বাধ্য হয়ে আইনের দ্বারস্থ রাজ চক্রবর্তী! পরোক্ষ ইঙ্গিত কার দিকে?

মদন মিত্রের গ্রেফতারির প্রসঙ্গ টেনে এনে অর্জুন আরও বলেন, সারদা কাণ্ডে একটি ছবির জন্যই মদন মিত্রকে জেল খাটতে হয়েছিল। তাহলে এখানেও কেন একই নিয়ম প্রযোজ্য হবে না। অন্যদিকে রাজ চক্রবর্তীর বক্তব্য, গোটা বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘোলা করা হচ্ছে। তাঁর মতে, এটি রাজনৈতিক রং লাগানো ব্যক্তিগত আক্রমণ, যার বিরুদ্ধে আইনি লড়াই চলবেই।