বিনোদন জগতে সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ—এই তিনে মিশেই যেন তারকাদের ব্যক্তিগত জীবন সব সময় আলোচনার কেন্দ্রে থাকে। কখনও সুখের মুহূর্ত, কখনও ভাঙনের গল্প—সবটাই আগ্রহ নিয়ে অনুসরণ করেন দর্শকরা। পর্দার ঝলমলে জীবনের আড়ালে থাকা বাস্তব অনুভূতি, মানসিক ওঠানামা অনেক সময়ই উঠে আসে অভিনেতা-অভিনেত্রীদের কথায়, পোস্টে বা নীরবতায়। ঠিক তেমনই এক সময়ের চর্চিত সম্পর্ক আর বর্তমান অবস্থান নিয়ে আবারও আলোচনায় স্বস্তিকা দত্ত।
বর্তমানে ছোট পর্দায় স্বস্তিকা দত্তকে দেখা যাচ্ছে নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে। এই ধারাবাহিকে ‘বিদ্যা’ চরিত্রে প্রথমবার তাঁকে অ্যাকশন দৃশ্যে দেখা যাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক শক্তিশালী নারী চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। সাধারণত সফট বা রোমান্টিক চরিত্রে দেখা গেলেও, এই ধারাবাহিকে তাঁর নতুন রূপ প্রশংসা পাচ্ছে।
কাজের মাঝেই সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল স্বস্তিকাকে। সেই খবর ঘিরেও উদ্বেগ তৈরি হয়। যদিও দ্রুত সুস্থ হয়ে তিনি আবার শুটিংয়ে ফিরেছেন। এর মধ্যেই চোখে আঘাত লাগার ঘটনাও সামনে আসে। সবকিছু সামলে আবার কাজে ফেরাটাই যেন তাঁর মানসিক জোরের প্রমাণ। ‘ফাটাফাটি’, ‘চালচিত্র’, ‘আলাপ’ এবং ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’-এ তাঁর অভিনয় আগেই প্রশংসিত হয়েছে।
এক সময় স্বস্তিকা দত্ত ও শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক ছিল টলিপাড়ার আলোচনার বিষয়। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি, ভ্রমণের মুহূর্ত, এমনকি ভালোবাসার স্বীকৃতি—সবই প্রকাশ্যে এসেছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কে ভাঙন ধরে। বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চললেও স্বস্তিকা প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি। শোনা যায়, সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ “যদি কমফোর্ট না আসে, সেটা ভালোবাসা নয়—শুধু এটাচমেন্ট”—অকপট পল্লবী শর্মা! জীবনের অভিজ্ঞতা থেকেই কি প্রেম-ভালোবাসার এই সংজ্ঞা দিলেন ছোট পর্দার সব থেকে জনপ্রিয় ও সফল অভিনেত্রী?
সম্প্রতি সম্পর্ক ও জীবনের অভিজ্ঞতা নিয়ে স্বস্তিকার মন্তব্য নতুন করে নজর কেড়েছে। তিনি বলেন, “আমার দুনিয়াটা বড়। তাই পুরনো বই পড়া ধাতে নেই। পাতাও উল্টে দেখি না। যেখানে অযাচিত ভিড়, সেখানেও আমি নেই।” এই কথার মধ্যেই যেন তাঁর বর্তমান মানসিক অবস্থান স্পষ্ট—অতীতের দিকে না তাকিয়ে নিজের কাজ, নিজের জীবন নিয়েই এগিয়ে চলাই এখন তাঁর লক্ষ্য।






