অবশেষে বিয়ের পিঁড়িতে!লাস ভেগাসে রূপকথার বিয়ে সারলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী! পাত্র কে জানেন?

শুক্রবার সকালে টলিউডে যেন উৎসবের আনন্দ। নায়িকা তনুশ্রী চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বিয়ের জন্য তিনি বেছে নিয়েছেন না শহর, না নিজের দেশ—বরং দূর আমেরিকার লাস ভেগাস। কোনো জাঁকজমক বা প্রচারের আলো ছাড়াই মনের মানুষের হাত ধরলেন অভিনেত্রী, আর সেই খবর পৌঁছতেই খুশির ঢেউ উঠেছে ইন্ডাস্ট্রিতে।

তনুশ্রীর জীবনে এই ‘মনের মানুষ’ কে? তাঁর বর সুজিত বসু, পেশায় আইটি প্রফেশনাল এবং বর্তমানে থাকেন আটলান্টায়। কয়েক মাস আগেই এক বন্ধুর মাধ্যমে পরিচয়, তারপরেই ধীরে ধীরে গাঢ় হয়েছে সম্পর্ক। মাত্র পাঁচ মাসের এই পরিচয় এতটাই দৃঢ় হয়ে উঠেছে যে দু’জনেই একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিলেন। প্রেমের গল্পের মতোই বিয়েও হলো বিদেশের আকাশের নিচে, নিঃশব্দ অথচ মধুর।

লাস ভেগাসের সুন্দর পরিবেশেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিশেষ মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলতে সুজিত তনুশ্রীকে হিরের আংটি দিয়ে প্রস্তাব দেন। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় না দিলেও, তিন দিন আগে লাস ভেগাসে যাওয়ার খবর নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। তবে তার নেপথ্যে ছিল এমন চমক, তা কেউই আঁচ করতে পারেনি।

বিয়ের পর নবদম্পতির প্রথম গন্তব্য ফ্লোরিডা। সেখানেই তাঁরা কাটাবেন হানিমুনের সময়। এই সফরের পরিকল্পনা করেছেন তনুশ্রী নিজেই, বরের পছন্দ-অপছন্দ মাথায় রেখে সাজিয়েছেন পুরো ট্রিপ। ব্যক্তিগত জীবনের এই সুখবরের মাঝেও পেশাগতভাবে তিনি আলোচনায় ছিলেন ‘ডিপ ফ্রিজ’ ছবির সাফল্যের জন্য, যেখানে তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ “স্নেহাশিস আমায় প্রথম বিয়ে-ট্রমা থেকে বের করেছে”—অভিনেতা সমদর্শী দত্তকে বিয়ে করে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন অভিনেত্রী! বর্তমানে কেন পর্দা থেকে দূরে রয়েছেন ‘তোমায় আমায় মিলে’-র ‘কাকলি’ তিতাস ভৌমিক?

সব মিলিয়ে তনুশ্রীর জীবনে এখন দ্বিগুণ আনন্দ—একদিকে কাজের সাফল্য, অন্যদিকে জীবনের নতুন সূচনা। লাস ভেগাসের আকাশকে সাক্ষী রেখে যে নতুন গল্প শুরু হলো, তা যেন ঠিক সিনেমার মতোই রোমান্টিক, উজ্জ্বল এবং সুন্দর।

You cannot copy content of this page