টেলিভিশনের জনপ্রিয় মুখদের ব্যক্তিগত জীবন বরাবরই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। কখনও তাঁদের অভিনয়, কখনও বাস্তব জীবনের ওঠাপড়া—সবটাই নিয়ে চলে আলোচনা। বিশেষত যাঁরা দীর্ঘদিন পর্দায় কাজ করেছেন, তাঁদের ব্যক্তিগত অধ্যায় নিয়ে কৌতূহল আরও বেশি থাকে। তিতাস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
একাধিক ধারাবাহিকে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন তিতাস। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের ‘কাকলি’ চরিত্র তাঁকে আলাদা পরিচিতি দেয়। ছোট পর্দায় সাফল্যের পাশাপাশি বড় পর্দায়ও নজর কেড়েছেন সুমন ঘোষের ছবি ‘কাদম্বরী’-তে, যেখানে তিনি জ্ঞানদানন্দিনীর ভূমিকায় ছিলেন। টেলিভিশনে তাঁকে শেষ দেখা গিয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের ‘কোরা পাখি’ ধারাবাহিকে।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিতাসের যাত্রাপথ কম উত্থান-পতনের নয়। ২০১৪ সালে তিনি বিয়ে করেছিলেন পরিচালক-অভিনেতা সমদর্শী দত্তকে। তবে সে সম্পর্ক টেকেনি—২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাঁদের। এরপর কিছুদিন তিনি নিজের মতো সময় কাটান, কাজ করেন, জীবনকে নতুন করে গুছিয়ে নিতে চেষ্টা করেন।
আরও পড়ুনঃ ‘মীর দারও মেয়ে আছে, আজ বাবা হয়ে প্রতিবাদ করলে সেইদিন আমাকে অসম্মান করলেন কেন?’ ‘একদিন কাকা আমায় যা ইচ্ছা তাই করেছে…বাবার ভয়ে মা চুপ করিয়ে দিয়েছিল!’ মীর বিতর্কের পর, স্বরলিপি সামনে আনলেন অতীতের অভিশপ্ত স্মৃতি! কী ঘটেছিল সেদিন, যা আজও রাতে ঘুম কেড়ে নেয় তাঁর?
সময়ের সঙ্গে বহু কিছু বদলায়। অভিনয়ের মতোই ব্যক্তিগত ক্ষেত্রেও নতুন অধ্যায় খুলে যায় তিতাসের জীবনে। ২০২২ সালে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। বদলে যায় তাঁর দিনযাপন, পরিবারে যোগ দেয় নতুন সদস্যও। এখন তিনি এক ছেলের মা, নিজের সংসার নিয়ে ব্যস্ত। আপাতত অভিনয় থেকে ছুটি নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী নিজেই জানিয়েছেন কাছ থেকে নিজের ইচ্ছাতেই বিরতি নিয়েছেন তিনি ভালো কাজের সুযোগ আসলে অবশ্যই করবেন এবং বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিতাস নিজের দ্বিতীয় বিয়ে এবং নতুন জীবনের কথা খুলে বলেন। অভিনেত্রীর স্বীকারোক্তি—“স্নেহাশিস আমায় প্রথম বিয়ে-ট্রমা থেকে বের করে এনেছে।” দীর্ঘ সময়ের মানসিক লড়াইয়ের পরে অভিনেত্রীর জীবনে স্বস্তির জায়গা করে নিয়েছেন তাঁর বর্তমান স্বামী স্নেহাশিস দাস। নতুন পরিবার, ছেলে এবং জীবনের দ্বিতীয় ইনিংসে এখন অনেকটাই স্থির তিতাস।






