৩০ বছর আগেই রাস্তায় প্রেমিককে চুম্বন, সমুদ্রতীরে হাজার লোকের সামনে যৌন’তায় মেতেছেন তসলিমা!
তিনি বরাবরই ঠোঁটকাটা এবং কুছ পরোয়া নেই গোছের। নিষিদ্ধ সব কাজ করেছেন তিনি স্বভাবজাত ভঙ্গিতেই। তিনি তসলিমা নাসরিন। ভ্যালেন্টাইন্স ডের আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তসলিমা জানালেন নিজের প্রেম জীবনের কিছু নিষি’দ্ধ গোপন কথা।
ছক ভাঙা পথে হেঁটে প্রেম করেছেন লেখিকা। প্রেমিককে রাস্তায়, রেস্তোরাঁয় চুমু খেয়েছেন তাও আবার বাংলাদেশে। ইউরোপের দেশগুলোয় তো খুল্লামখুল্লা বিদেশি প্রেমিকদের চুমু খেয়েছেন। জনমানবশূন্য সমুদ্রের পাড়ে যৌন’তায় মেতেছেন প্রেমিকের সঙ্গে। নিবিড় অরণ্যেও যৌ’ন জীবন কাটিয়েছেন। নারী-পুরুষ, নারী-নারী, পুরুষ-পুরুষ, ট্রান্সজেন্ডার, কুইয়ার সব নির্বিশেষে তাঁর কাছে যৌ’ন জীবন খুব সুখের এবং সুন্দর।
তবে কিছুটা ক্ষোভের সুরে তিনি বলেন যে এখন স’ঙ্গমও যান্ত্রিকতা পেয়েছে। সেখানে আর প্রেম নেই। তাই সেগুলি আর যৌ’ন মি’লন নয়, ধ’র্ষণ হয়ে উঠেছে। লেখিকার মন্তব্য বাইরে যেখানে এত সুন্দর প্রকৃতি তাকে সম্পূর্ণ ভুলে গিয়ে দরজায় খিল এঁটে মানুষ কীভাবে যৌ’নতায় লিপ্ত হয়? তসলিমা লেখেন যে পশুদের থেকে সভ্য দুনিয়ার শেখা উচিত কীভাবে যৌ’নতার আনন্দ উপভোগ করতে হয়। তাই তার মতে এখন মানুষ গুলো সবই দুই পা যুক্ত যন্ত্র হয়ে উঠেছে। আর ভালোবাসাও যেনো বদলে গিয়েছে ঈর্ষায়।