জি বাংলা (Zee Bangla) বনাম স্টার জলসা (Star Jalsha)। টিআরপি তালিকা কোন চ্যানেলের ধারাবাহিক করতে চলেছে কামাল? কোন ধারাবাহিকটি এই সপ্তাহে বাজিমাত করবে বাংলায়? কোন ধারাবাহিকটি হারিয়ে দেবে প্রতিপক্ষকে। সবটাই জানা যায় টিআরপি তালিকায়। আর আজ এসে গেল সাপ্তাহিক টিআরপি। যদিও এই সপ্তাহের টিআরপি নিয়ে বেশ উৎসাহী ছিলেন দর্শকরা। কারণে এই সপ্তাহে বদলে গেছে বেশ কয়েকটি ধারাবাহিকের প্রতিপক্ষ।
সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক উড়ান এবং জি বাংলায় শুরু হয়েছে অর্গানিক স্টুডিওর নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি। সুতরাং সকলের মনেই প্রশ্ন টিআরপি তালিকায় কেমন ফলাফল করতে চলেছে ধারাবাহিক দুটি। তাহলে চলুন আগাম জেনে নেওয়া যাক কেমন হল টিআরপি তালিকা।
বলাই বাহুল্য, টিআরপি তালিকা পরিবর্তনশীল। এই আজ একটি ধারাবাহিক এগিয়ে যাচ্ছে তো তাই অন্য আরেকটি। আর এগানো পিছানোর লড়াইয়ে কিছু ধারাবাহিক নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। উল্লেখ্য, এই শীর্ষস্থান দখলের লড়াইয়ে কখনও ফুলকি, কখনও নিম ফুলের মধু অথবা কথা, গীতারা জায়গা দখল করে নিচ্ছে।
বর্তমানে নামতে নামতে এখন পঞ্চম স্থানে গিয়ে পৌঁছেছে জগদ্ধাত্রী। গত সপ্তাহেও টিআরপি তালিকায় বিরাট কোনও পরিবর্তন হয়নি। গত সপ্তাহেও সেরার স্থান দখলে রাখতে সফল হয়েছে পর্ণা। দ্বিতীয় স্থান ধরে রেখেছে ফুলকি। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক কথা এবং গীতা এলএলবি। চতুর্থ স্থান দখলে রেখেছে শ্যামলী। আর পঞ্চম স্থানে গিয়ে পৌঁছেছে জগদ্ধাত্রী! তবে এই সপ্তাহে ফেরার স্থান ছিনিয়ে নিয়েছে ফুলকি।
আরও পড়ুন: নায়কের পাগলামি দেখে মাথা ঘুরে পড়ে গেলেন নায়িকা! সূর্যের মানসিক অবস্থা দেখে অজ্ঞান হয়ে গেল দীপা
চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
1st •• ফুলকি ৬.৮
2nd •• নিম ফুলের মধু ৬.৭
3rd •• গীতা LLB ৬.৬
4th •• কথা | কোন গোপনে ৬.৪
5th •• জগদ্ধাত্রী ৬.২