একই দিনে হা’রিয়েছেন বাবা ও শ্বশুরকে! অ’কালে চলে গেছেন স্বামী, বি’ষাদে ভে’ঙে পড়লেন অভিনেত্রী সুভদ্রা

দুর্গাপুজোর আগে কঠিন এক ব্যক্তিগত সংকটে পড়েন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। গত ৩০ সেপ্টেম্বর, অভিনেত্রীর স্বামী হৃ’দ্‌রোগে আ’ক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যা’গ করেন। স্বামীকে হারিয়ে শো’কবিহ্বল সুভদ্রা জানান, “আমার জীবনে অপূর্ণতা রয়ে গেল। কেন সেদিন ওকে ঘুমাতে বললাম, কেনই বা আমি ফোন করতে বাইরে বের হলাম, তা আজ আর জানতে পারব না।” সকালবেলার সাধারণ দিনটি যে তার জন্য এমন শোকাবহ হয়ে উঠবে, সেদিন তা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী।

নিজের জীবনের কঠিনতম দিনের কথা স্মরণ করলেন অভিনেত্রী সুভদ্রা!

স্বামীর প্রয়াণের দিনটিকে নিয়ে আরও বিশদে কথা বলতে গিয়ে সুভদ্রা জানান, সেদিন সকালে স্বামীকে চা বানিয়ে দিয়েছিলেন। কিন্তু স্বামী তাকে পরে খাওয়ার জন্য রেখে দিতে বলেন। এর কিছুক্ষণ পরেই হৃ’দ্‌রোগে আক্রান্ত হয়ে মৃ’ত্যু ঘটে তার। দুর্গাপুজোর আগেই এমন এক ঘটনা অভিনেত্রীর জীবনে গভীর শূন্যতা তৈরি করেছে। “ওর মৃ’ত্যুর কারণ হয়ত সুগার,” বলেন সুভদ্রা, “ডাক্তার জানিয়েছেন, সুগার ফল হয়েছিল এবং সেই সঙ্গে হার্ট অ্যা’টাক।”

অভিনেত্রীর স্বামী সুগার সমস্যায় ভুগছিলেন, যা তার জন্য ভয়ানক হয়ে উঠেছিল। সুভদ্রা বলেন, “সুগার একটি সাইলেন্ট কিলার, এবং ওর ক্ষেত্রে সেটিই হয়েছে। কিছুদিন আগেই বর্ধমান থেকে ঘুরে আসার পরও ওর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল, কিন্তু সেই ভয়ংকর দিনটির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না।” স্বামীর প্রয়াণের পরে এক সাক্ষাৎকারে তিনি এই শোকময় স্মৃতি ভাগ করে নেন।

পরিবারের প্রতি আরেকটি আঘাত আসে একই দিনে তার বাবা ও শ্বশুরের মৃত্যুতে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে প্রিয় দুইজনকে হারানোর বিষয়টি এখনও মেনে নিতে পারেননি অভিনেত্রী। এর ফলে তার মনোঃসংযোগ ও মানসিক শক্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূজোর আনন্দে বিভোর সময়েও শোকের এই গভীরতম অনুভূতিতে ভেঙে পড়েছেন তিনি।

আরও পড়ুন: ‘অনুরাগের ছোঁয়ায়’ মহা টুইস্ট! সোনার কথায় রাজি হয়ে চারুর সঙ্গে বিয়ের পিঁড়িতে সূর্য-চারু! নাটক বন্ধ হোক, চাইছেন দর্শকরা

স্বামীর মৃত্যুর পরের কয়েকটি দিন সুভদ্রার জন্য ছিল ভীষণ অস্থির। অভিনেত্রী জানান, তার জন্য পরিবার আর ভক্তদের ভালোবাসাই এখন একমাত্র সান্ত্বনা।

Back to top button