শিরোনাম পড়েই অবাক হলেন তো? একটি মাছের এত দাম কী করে হয়? আসলেই মাছটি খুবই দুর্লভ। আর শাস্ত্র মতে মাছটি নাকি বাড়িতে রাখা খুবই শুভ। এই মাছ ঘরে রাখলে ধন আসে এবং উন্নতি হয়। আবার বাড়ির সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। তাই এর দাম এত বেশি। নাম ‘অ্যারোয়ানা’। তবে এই মাছটি ড্রাগন ফিশ নামেই বেশি পরিচিত।
পুরুষ মাছের মুখের মধ্যে ডিম কী করে আসে এই প্রশ্নটি সত্যি ভাবার মতো। মাটি স্বভাবগতভাবে খুবই যত্নশীল। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরও কিছু কিছু বাচ্চা ভয় পেয়ে মাছের মুখের ভিতর ফিরে যায়। এই মাছ নাকি তাদের বাচ্চাদের খুবই ভালোভাবে যত্ন নেয়। মাছের বাচ্চাগুলো যতক্ষণ না নিজেদের খাবার নিজেরা খুঁজে নিতে পারে ততক্ষণ সেগুলি মাছের মুখের ভেতর থাকে। আবার কোনো বিপদের মুখে যদি পড়ে তাহলে বিশাল এই মাছটি তার বাচ্চাগুলোকে মুখের মধ্যে পুরে নেয়। স্ত্রী অ্যারোওয়ানা একবারে ৩০থেকে ১০০টি ডিম পাড়তে পারে। সেই ডিমগুলি অন্যান্য মাছের ডিমের তুলনায় অনেক বড হয় আকারে। স্ত্রী মাছ ডিম পাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ মাছ সেই ডিমগুলোকে মুখের মধ্যে ভরে নেয়।
চিনা সংস্কৃতিতে এই মাছের বিশেষ গুরুত্ব রয়েছে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া ও মালয়েশিয়ায় এই মাছ খুব সহজেই পেয়ে যাবেন।