‘ইচ্ছে নদী’র নস্টালজিয়া উস্কে ফের পর্দায় ফিরছে বিক্রম-সোলাঙ্কি জুটি! কোন চ্যানেলে?

অপেক্ষার অবসান! ফের পর্দায় ফিরছে মেঘলা-অনুরাগের জুটি! অর্থাৎ বহু বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছে অভিনেতা বিক্রম চ্যাটার্জী (Vikram Chaterjee)সোলাঙ্কি রায় (Solanki Roy)। স্টার জলসার ইচ্ছেনদী সিরিয়ালেই দুই তারকাকে প্রথম জুটি হিসাবে দেখা গেছিল।

ইচ্ছেনদী শেষ হবার পর থেকেই দর্শকদের অনেকদিনের ইচ্ছা পর্দায় দেখতে চায় এই জুটিকে। তবে, মাঝে সোলাঙ্কি-বিক্রমকে দেখা গেছিল জুটি হিসাবে, সেটা অবশ্যই বড়ো পর্দায়। ছবির নাম ছিল ‘শহরের উষ্ণতম দিনে’।

actor

আবার শোনা যাচ্ছে, দর্শকদের চাহিদা মেটাতে পর্দায় ফিরছে সোলাঙ্কি-বিক্রম। কিন্তু, ছোটপর্দায় নয়। ‘শহরের উষ্ণতম দিনে’ ছবির সিক্যুয়েল নিয়ে ফিরছে এই জুটি। আগেরবারের মতো এইবারেও পর্দায় ফুটে উঠবে অনিন্দিতা এবং ঋতবানের সম্পর্কের রসায়ন।

আরও পড়ুনঃ বড়সড় প্রতারণার শিকার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু! কি ঘটেছে অভিনেতার সঙ্গে?

সূত্রে খবর, চলতি বছরের শুরুর দিকে শুরু হবে এই ছবির শুটিং। সিক্যুয়েলের প্রথম অংশ শেষ হয়েছিল
ঋতবানকে ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছিল অনিন্দিতা। কিন্তু, ছবির সিক্যুয়েলের দ্বিতীয়ভাগে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সেই গল্প কোনদিকে মোড় নেয় তা দেখা যাবে সিনেমাতে। অবশেষে, ভাবার বিষয় একটাই গতবারের মতো এইবারেও কি অনিন্দিতা এবং ঋতবানের কাহিনী প্রভাব ফেলতে পারবে দর্শকদের মনে?