‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে এবার হবে পাপের বিনাশ, আসছে চোখ ধাঁধানো পর্ব

জি বাংলার (Zee Bengla) জগদ্ধাত্রী (Jagatdhatri) সিরিয়াল বলতে যে চরিত্রের কথা প্রথম মাথায় আসে, তিনি হলেন স্বয়ং জগদ্ধাত্রী যিনি কিনা জ্যস নামেও পরিচিত। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় অঙ্কিতা মল্লিক (Ankita Mallik) এবং সৌম্যদীপ মুখার্জীকে (Soumadeep Mukherjee)।

বাংলা সিরিয়ালের যারা রোজকারের দর্শক তাঁদের মনে প্রায় সব ধারাবাহিক নিয়েই চলছে থাকা নানা আগ্রহ। জি বাংলার বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম বাংলার দর্শকদের পরিচিত ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে ইদানীংকালের বেশ কয়েকটি পর্বে দেখতে পাওয়া যাচ্ছে স্বয়ং জগদ্ধাত্রী মৃত্যু ঘিরে নানান জল্পনা।

কিন্তু, এরই মাঝে জানতে পারা যাচ্ছে, না না কাণ্ড ঘটানোর পরেও পাপের বিনাশ ঘটলো না বেনারসে। এই ধারাবাহিকের আগামী দিনের এপিসোডে দেখতে পাওয়া যাবে, জগদ্ধাত্রীর শশুর অর্থাৎ রাজনাথ মুখার্জি তার ছেলে স্বয়ম্ভুকে ফোনে বলে বেনারসে জগদ্ধাত্রীর ছাইভস্ম গঙ্গা জলে ভাসিয়ে কলকাতায় ফিরে নিজের কাজে মন দিতে এবং কোম্পানির দায়িত্ব নিতে। বাবা-ছেলের এই কথোপকথনে আবেগপ্রবণ হয়ে স্বয়ম্ভু কাঁদতে কাঁদতে বলে, সে কখনো ভাবেনি জগদ্ধাত্রীর ছাইভস্ম এইভাবে তাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। এরপর আবার অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে, রাতে গঙ্গার ধারে জগন ভাইয়ের লোক কৌশিকীর ওপর হামলা করতে গেলে হঠাৎই স্বয়ং জগদ্ধাত্রী এসে সেই হামলায় বাধা দেয়।

অবশেষে, শত ঝামেলার পরে পুলিশেরা এসে গুন্ডাকে ধরে নিয়ে যায়। গুন্ডার ধরা পড়ে যাওয়ার খবর মেহেন্দির কাছে পৌঁছালে সে আরও রেগে যায়। আবার পরের দিন সকাল বেলা গঙ্গার ঘাটে মনমরা স্বয়ম্ভু তাঁর স্ত্রীয়ের চিতাভর্ম বিসর্জন করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়। দেখেন মেহেন্দির পাঠানো গুন্ডা স্বয়ম্ভুকে মারতে গেলে তাঁর সামনে আচমকাই এন্ট্রি নেয় এই ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী জগদ্ধাত্রী। এই মুহূর্তে স্বয়ম্ভুর পাশে থাকে কৌশিকী। জগদ্ধাত্রী এবং কৌশিকী সমস্ত গল্পটাই খুলে বলে স্বয়ম্ভুকে। এরপর, সুস্থভাবে কলকাতায় ফিরে আসে তিনজনেই। কিন্তু ওই দিকে বেনারসে মেহেন্দির কোনো শাস্তি পাওয়া হয়ে ওঠে না।

আরও পড়ুন: ‘রাঙামতি’র চমকে মুগ্ধ দর্শকেরা, চরিত্র হয়ে ওঠার কৌশল জানালেন অভিনেত্রী মনীষা

এই ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে দেখতে পাওয়া যাবে, কিভাবে ধীরে ধীরে কলকাতায় পাপের বিনাশ ঘটে তা এখন দেখার বিষয়। গতকাল এই সিরিয়ালের ফুল ইউনিট বেনারসের সমস্ত দৃশ্য শেষ করে ফিরে আসে কলকাতায়।