এবার পথ আলাদা হচ্ছে সৃজিত-মিথিলার? মেয়ে বিরহে কষ্টে সৃজিত!

বাঙালিদের মধ্যে একটি কথা আছে, ‘বিয়ে কি কোন ছেলে খেলার জিনিস নাকি?’ অর্থাৎ বিয়ে কোনো হালকাভাবে নেবার বিষয় নয়, জানি কখনোই ঠাট্টা-ইয়ার্কি মারা যায় না। কিন্তু বর্তমান সময়ে একটু চারিদিকে ঘুরে তাকালে দেখা যাবে, এই কথারই বাস্তবে প্রতিফলন ঘটছে বেশিরভাগ বিবাহিতদের জীবনে। আজ বিয়ে, তো কাল বিচ্ছেদ।

সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে তারকা, সকলের জীবনে পি দিয়ে নামক ব্যাপারটি নিয়ে থাকেন নানা ধরনের ব্যাখ্যা। বলেন সুন্দর বন্ধুত্বের সম্পর্ক, আবার কেউ বলেন সাত জন্মের বন্ধন। হলিউড হোক কিংবা বলিউড সব জায়গাতেই প্রায় শুনতে পাওয়া যায় বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। ইতিমধ্যে শুনতে পাওয়া যাচ্ছে টলিউডের অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হতে চলেছে নাকি বিবাহ বিচ্ছেদ।

বছর চারেক হলো বিয়ে করেছেন পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। অভিনেত্রী মিথিলা বাংলাদেশের মেয়ে। অভিনেত্রীদের কন্যা সন্তানকে নিয়ে এই বছর খানেক হল থাকতে শুরু করেছে কলকাতাতে। বিনোদন জগতে কানাঘুষোর মাধ্যমে মাঝেমধ্যে শোনা যায় পরিচালক-অভিনেত্রীর বিচ্ছেদের চর্চা। কিন্তু প্রত্যেকবারই সেই গুঞ্জন উড়িয়ে দেয় দুই পক্ষ। তবে, এখনও কিছুই বোঝা যাচ্ছে না আদৌ কী কারণে হতে পারে ডিভোর্স?

আরও পড়ুনঃ ‘বাজে ভিএফ‌এক্স, গরীবের আমেরিকা’ সব কটাক্ষ অতীত! গল্প আর অভিনয়ে মাত দিচ্ছে গৃহপ্রবেশ

এই সব কিছুর মাঝেই গত ২৩ শে সেপ্টেম্বর মিথিলার জন্মদিনে শ্রীজিত উপস্থিত না থাকায় গুঞ্জন এর প্রতি আরো প্রভাব বেড়েছে বলে মনে করা হচ্ছে। টলিউডের অন্দরমহল এর গান পাঠিয়ে শুনতে পাওয়া যাচ্ছে অনেকদিন ধরেই আলাদা থাকছেন এই জুটি। ঘনিষ্ঠ সূত্রে খবর, স্ত্রী এর সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য মেয়ের সঙ্গে দেখা করা হচ্ছে না সৃজিতের।