বাংলা ছবির পরিস্থিতি সংকটে! ছবি চলছে না! টোটোয় মাইক নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে নিজের ছবির প্রচারে মানসী সিনহা

কথায় আছে, ‘ব্যবহারই মানুষের আসল পরিচয়’ অর্থাৎ একজন মানুষ যেমন অন্য জনের সঙ্গে ব্যবহার করবে সেই দেখেই বোঝা যায় তাঁর শিক্ষা-সভ্যতা-ভদ্রতা, মন-মানসিকতা আরও অনেক কিছু। কত বছরের বড়দিনের টলিউড (Tollywood) সিনেমা ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে পর পর চারটি ছবি।সেই সবকটি সিনেমার মধ্যে আনুমানিকভাবে সব থেকে কম বাজেটে সিনেমা হয়েছে ‘৫নং স্বপ্নময় লেন’।

মানসী সিনহা পরিচালিত এই সিনেমা ভিড়ের মাঝে সহজেই খুব একটা খুঁজে না পাওয়া সত্ত্বেও বাংলার কিছু কিছু দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে এই সিনেমা। পরিচালক তথা অভিনেত্রীর পরিচালিত এটি দ্বিতীয় সিনেমা। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যাচ্ছে অপরাজিতা আঢ্য, চন্দন সেন, খরাজ মুখোপাধ্যায়, অন্বেষা হাজরা এবং আর‌ও অনেকে।

5 No Swapnamoy Lane, ৫ নং স্বপ্নময় দিন, মানসী সিনহা, tollywood

পরিচালক কিংবা অভিনেত্রী মানসী এই দুই স্বত্তা ছাড়াও ব্যক্তি মানসী তাঁর ব্যবহার ও আচরণে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। ইতিমধ্যেই, এই পরিচালকের এক চঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, রীতিমতো টোটোয় চেপে সিনেমার প্রচার করছেন মধ্যমগ্রামের রাস্তায়। ভেঙে যাওয়া পরিবারকে জোড়া লাগানোর গল্প নিয়ে এই সিনেমা তুলে ধরেছে আজকের বাস্তব চিত্র।

একজন সফল পরিচালক হওয়া সত্ত্বেও সরেজমিনে নেমে সাধারণ মানুষদের ভালোবাসার টানে মাইকিং করতে করতে বলল, “স্টার মল আইনক্সে চলে এসেছে ৫নং স্বপ্নময় লেন”। অভিনেত্রীর কথায় দর্শকদের দাবি মেনে মধ্যমগ্রামের সিনেমা হলে চলছে এই সিনেমা। সকলকে এই ছবি দেখার আমন্ত্রণ দিয়েছেন মানসী।

আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডে প্রতিবাদের জের! একের পর এক কাজ হারাচ্ছেন দেবলীনা দত্ত, উঠছে রাজনৈতিক চাপের অভিযোগ!

এই ভিডিও দেখে অনেক নেটিজেনদেরই দৃষ্টি আকর্ষণ করেছে আবার কোনো কোন‌ও সমালোচকদের মতে, ‘এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে নিজের ছবি প্রচার করতে হচ্ছে বাংলা ছবির অবস্থা এখন কোথায় নেমে গিয়েছে?’ এই ধরনের মন্তব্যও করতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য এই ধরনের নেতিবাচক মন্তব্য পরিচালকসহ কলাকুশলীদের মধ্যে সেই অর্থে কোন‌ও প্রভাব ফেলেনি বরং তাঁরা যথেষ্ট আনন্দ সহকারে মধ্যমগ্রামবাসীর অনুরোধে তাদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে পেরে যথেষ্টই গর্ব অনুভব করছেন পরিচালক মানসী। কোন বাজেটের সিনেমা হওয়া সত্বেও অনেকাংশ দর্শকেরাই এই সিনেমাকে পছন্দ করছেন।