‘ডিভোর্স হচ্ছে রাজা-মধুবনীর!’ ভিডিওর মাধ্যমে বিচ্ছেদের বার্তা উস্কে দিলেন তারকা দম্পতি

আজকালকার দিনে টেলিভিশনের বিশেষত ধারাবাহিক জগতের অনেক মেগাই এমন আছে যা কিনা দর্শকদের মন কেড়ে নেয়। এমনই এক সিরিয়াল বাঙালিদের মনে আজও সুন্দর স্মৃতি হিসেবে রয়েছে, স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিকের নাম ‘ভালোবাসা ডট কম’। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া গেছে রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। টলিউড ইন্ডাস্ট্রিতে এই জুটি আজও ওম-তোরা নামেই পরিচিত।

এই জুটির সিরিয়ালের সেট থেকেই প্রেমের শুরু হয়। পরবর্তীকালে তা বিয়েতে পরিণত হয়। বর্তমানে এই তারকা দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে। যথারীতি মধুবনী ছেলেকে সঙ্গে নিয়ে সংসারের কাজে মন দিয়েছেন। টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যায় কেবল রাজাকে।

অভিনেত্রী অভিনয় জগত থেকে সরে থাকলেও থামিয়ে রাখেননি নিজেকে চার দেওয়ালের গণ্ডির ভিতরে। বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যায় ডেইলি ভ্লগে অর্থাৎ এই জুটির ইউটিউব চ্যানেল রয়েছে। এর সঙ্গে অভিনেত্রী তাঁর নিজস্ব সেলনও রয়েছে। এইসব নিজেই নিজের মতন ব্যস্ত থাকে মধুবনী।

কিন্তু বর্তমানে জানতে পারা যাচ্ছে, এই দম্পতির সম্পর্কের মধ্যে পড়তে চলেছে যবনিকা। ডিভোর্স হচ্ছে সকলের ওম-তোরার অর্থাৎ রাজা-মধুবনীর। আজকাল হবে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাতারাতি বিভিন্ন জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে। এমনই এই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, মধুবনী প্রশ্ন করছে রাজাকে এবং প্রতিটা প্রশ্নের ভুল উত্তর দিতে দেখে অভিনেত্রী শেষে বলে বসেন ‘আমাদের ডিভোর্স হচ্ছে’। এমনিতেই বলিউড হোক কিংবা টলিউড সম্পর্কে ভাঙ্গনের গল্প দেখতে পাওয়া যাচ্ছে আকচার।

আরও পড়ুন: সম্পর্কে বারবার প্রতারিত হয়েছেন, বেশি বয়সে বিয়ে করতে তীব্র কুন্ঠাবোধ ছিল মল্লিকার, মায়ের হাত ধরে ভীতি কাটান মেয়েই

কিন্তু, ভিডিওর শেষে এসে জানতে পারা যায় এটি ছিল আদ্যপ্রান্তভাবে মজা এবং হাসির ভিডিও। তাই জন্যেই হয়তো ভিডিওর শেষে ‘নারীর চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না, তারই নাম ললনা’-এই গানটি যোগ করেছে এই তারকা দম্পতি। এই ভিডিও থেকে প্রাথমিকভাবে রাজা-মধুবনীর অনুরাগীরা চিন্তিত হয়ে পড়লেও পরে পুরো ব্যাপারটাকেই সহজভাবে গ্রহণ করেছেন।

You cannot copy content of this page