কালো পোশাক-সঙ্গে হালকা লিপস্টিক! বর্ষ শেষে বোল্ড লুকে উষ্ণতার পারদ চড়ালেন রুকমা

২০২৪ শেষ হতে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। নতুন বছরকে স্বাগত জানাতে সাধারণ মানুষ থেকে তারকা সকলের প্রস্তুতি তুঙ্গে। কেউ কাটাচ্ছেন পরিবারকে সঙ্গে নিয়ে ফ্যামিলি টাইম, কেউ আবার হাতের সুযোগ পেলেই বেরিয়ে যাচ্ছে একাকী ভ্রমণে। সঙ্গে নাচ-গান-আড্ডা-হইহুল্লোড় তো রয়েছেই। সাধে কি বলে বাঙালির ‘বারো মাসে তেরো পার্বণ’ অর্থাৎ বছরভর জুড়ে বাঙালিদের মধ্যে চলতেই থাকে নানা সেলিব্রেশন। তবে বড়দিন কিংবা নিউ ইয়ার কেবল বাঙালিরাই উপভোগ করেন না, সমগ্র পৃথিবীর অদ্ভুত মেলবন্ধন ঘটে এই দিনগুলিতে।

বর্তমানে, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক খুললেই দেখতে পাওয়া যাচ্ছে তারকারা ইতিমধ্যেই মজে উঠেছেন বর্ষ শেষের সেলিব্রেশনে। অভিনেত্রী রুকমা রায়, বাংলার অভিনয় জগতে অতি পরিচিত মুখ। এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন পার্টি মুডে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া তার ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রী রয়েছেন কোন পাঁচতারা রেস্টুরেন্টে। তাঁর পরনে রয়েছে নেটের কালো পোশাক, খোলা চুল আর হালকা মেকআপ, যা কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমালোচকদের মধ্যে ঝড় তুলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

অভিনেত্রীর ২০১৪ সালে স্টার জলসার কিরণমালা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে একে একে ধারাবাহিকের কাজ পেতে শুরু করেন অভিনেত্রী। ভালো অভিনেত্রী হওয়ার দরুন তার কাজের প্রসার ঘটেছে ওটিটি জগতেও। রুকমার উল্লেখযোগ্য ধারাবাহিক গুলির নাম হল- ‘প্রতিদান’, ‘কুন্দ ফুলের মালা’, ‘দেশের মাটি’, ‘খড়কুঁটো’ আরও অনেক।

আরও পড়ুনঃ ফের ছোট পর্দায় লিড রোলে ফিরছেন রূপাঞ্জনা মিত্র! নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে চমক ধরাবেন তিনি

এই অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় একবার সঞ্চালিকা ভূমিকাতেও দর্শকেরা দেখতে পেয়েছিলেন। রুকমার অভিনয় করা ওয়েব সিরিজের নামগুলি হল- ‘ব্যোমকেশ’, ‘রক্তকরবী’, ‘রেড ক্যানভাস’, ‘নষ্টনীড়’ ইত্যাদি। অভিনেত্রীকে প্রায়শই দেখা যায় একাকী ভ্রমণ করতে। অবশ্য, ক্যামেরার ওপারে কোন ব্যক্তি তার ছবি তুলে দিচ্ছে তা নিয়ে যথেষ্ট আগ্রহী সমালোচকেরা। এই সময় আপলোড করা অভিনেত্রীর এই ফটো যথেষ্ট প্রশংসা পেয়েছে অনুরাগীদের কাছ থেকে।

You cannot copy content of this page