বিগত কয়েকদিন ধরে স্টার জলসার সিরিয়ালগুলো টিআরপি রেটিং তালিকায় দুর্ধর্ষ ফলাফল করছে। বেশ কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে যেমন অনুরাগের ছোঁয়া, গুড্ডি আবার কত বছরে এসে গেছে অনেক নতুন সিরিয়াল যেমন আয় তবে সহচরী, ধূলোকণা। গাঁটছড়া আলতা ফড়িং যেমন এই বছরে সেই টিআরপি রেটিং তালিকাতে এক নাম্বারে পৌঁছে গেছে। সব মিলিয়ে এখন সিরিয়ালের বাজারে স্টার জলসারই জয়জয়কার।
কনীনিকা বন্দ্যোপাধ্যায় এর কামব্যাক সিরিয়াল হলো আয় তবে সহচরী। এখানে এক সাধারণ গৃহবধূর কলেজে পড়ার গল্প এবং তার বৌমার সঙ্গে তার সুন্দর সম্পর্কের চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে সিরিয়ালে। অন্দরমহল এর পর কনীনিকার এই কাজ সকলের খুব ভালো লাগছে। এমনিতেও সিরিয়ালের অভিনেত্রী কে দেখতে খুব সুন্দর লাগছে। হাতে বড় শাঁখা পলা কপালে সিঁদুর লাল টিপে ভীষণ সুন্দর লাগছে কনীনিকা কে। তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করছে বরফি অর্থাৎ অরুনিমা হালদার। টিআরপি রেটিং তালিকাতে 1 থেকে 10 এর মধ্যে বরাবর থাকে আয় তবে সহচরী।
আর এবার সিরিয়ালের নতুন প্রোমো ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। হাজার চেষ্টা করেও দেবিনা এবং টিপুর বাবার মধ্যে যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক আছে তা প্রমাণ করতে পারেনি বরফি এবং সহচরী। তবে এবার দুজনে মিলে দেবিনার প্রাণ ওষ্ঠাগত করে দিতে চলেছে। আর এবার তাদের সঙ্গ দেবে সহচরীর ননদ পলা এবং সহচরীর শাশুড়ি।
প্রোমোতে দেখা যাচ্ছে ‘অসুস্থ’ দেবিনার সেবা করার নামে সহচরী এবং বরফি দুজনে মিলে তার ঘরে ঢুকে ঝাড়পোঁছ করতে শুরু করে দেয়। আর তাদের ঘর পরিস্কার করার ঠেলায় বিরক্ত হয়ে যায় দেবিনা। সে টিপুর বাবাকে বলেছে এটা কী হচ্ছে? তখন টিপুর বাবা এই গোটা ঘটনা বন্ধ করতে বলে।
তখন মুখ খোলে সহচরী।সে বলে যে তাহলে দেবিনা এবং টিপুর বাবা দুজনেই বাইরে বেরিয়ে যাক না। আর এই প্রোমো দেখেই আনন্দে উৎফুল্ল হয়ে পড়েছেন নেটিজেনরা। তারা বলছেন যে এতদিনে দেবিনাকে ঠিকঠাক টাইট দেওয়া গেল। এখন শুধু দেবিনার বিরুদ্ধে প্রমাণ পেলেই হয়।






‘আমি আসলে সব ডিজিটালি করি বলে কিছু হয় না…যেমন কৃষ্ণ করত, তাই ধরা পড়িনি!’ পার্থর ‘বান্ধবী’ মন্তব্যের জবাবে কৃষ্ণ-উপমা টেনে খোঁচা মদন মিত্রের! বড়পর্দায় আসছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, তার আগেই জানালেন ডিজিটাল যুগে বন্ধুত্ব-বান্ধবী বিতর্ক এড়াতে কি করেন বিধায়ক?