Bibaho Obhijaan: নতুন করে বিয়ের পিঁড়িতে অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার! হলোটা কী? খবরে হইচই নেট দুনিয়ায়

বিয়ের তোড়জোড় শুরু। বিবাহ অভিযান বলে কথা! তবে বাস্তবে নয়, পর্দায়। তাও আবার অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রুদ্রনীল, অঙ্কুশের। সঙ্গে সোহিনী সরকারও রয়েছেন। চমকে গেলেন তো?

২০১৯ সালে পরিচালক বিরসা দাশগুপ্ত পরিচালিত সিনেমা বিবাহ অভিযান মুক্তি পেয়েছিল। তারপর পরবর্তী পর্বের ঘোষণা করা হয় সম্প্রতি। শুরু হয়ে গেলো শুটিং। শনিবার থেকে কলকাতায় শুটিং শুরু হয়ে গেল। মুখ্য ভূমিকায় রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। আর বাংলাদেশ অভিনেত্রী নুসরত ফারিয়াও রয়েছেন।

আবার বিবাহ অভিযান নাম দেওয়া হয়েছে। কেমন হয়েছে চরিত্রদের লুক? সামনে এলো সেগুলি।

ছবিতে নুসরত ফারিয়ার লুক।

অনুপম এবং রজতের কাণ্ডকারখানা আসছে বলে খুশি অনুরাগীরা। ছবি চরিত্রদের ক্ষেত্রে রদবদল করা হয়নি বিশেষ। কিন্তু এবার একটা নতুন চমক রয়েছে। পুরনো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।

ছবিতে বিশেষ চরিত্রে সৌরভ।

এটি পরিচালনা করছেন সৌমিক হালদার। পরিচালক হিসেবে এটাই তার প্রথম ছবি। এর আগে এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন তিনি খুবই উত্তেজিত। বিবাহ অভিযানের চিত্রনাট্য লিখেছিলেন রুদ্রনীল। এবারেও সেটাই হচ্ছে। আগের সিনেমার সাফল্যের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে প্রযোজনা সংস্থা এর দ্বিতীয় অংশের কথা ভাবছিল।

ছবিতে প্রিয়ঙ্কার লুক।

You cannot copy content of this page