‘আমাকে সত্যিকারের সাধক ভেবেছিলেন, সাষ্ঠাঙ্গে প্রণাম করে প্রণামী দিয়ে যান’ অলৌকিক অভিজ্ঞতার কথা
দীর্ঘ দিন বামাখ্যাপা ও রামপ্রসাদ সেনের মতো চরিত্রে অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi chowdhury)। এই চরিত্রগুলির মাধ্যমে বহু সাধকের সঙ্গে পরিচয় ঘটে তার, আর কাছ থেকে দেখেন তাঁদের জীবনধারা। যদিও তিনি নিজে কোনো নির্দিষ্ট ধর্মীয় রীতিতে বিশ্বাসী নন, সব্যসাচী মনে করেন মহাজাগতিক শক্তির অস্তিত্ব আছে। সংবাদমাধ্যমে সম্প্রতি তিনি জানান, ক্যামেরার সামনে রক্তবস্ত্র পরলে নিজের মধ্যে যেন মাতৃরূপী কালীকে উপলব্ধি করেন।
অলৌকিক অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেতা সব্যসাচী!
অভিনয়ের মাধ্যমে বহু দর্শক তাঁকে বাস্তবেও বামাখ্যাপা বা রামপ্রসাদের অবতার বলে মনে করেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে সব্যসাচী বলেন, “অনেক প্রবীণ দর্শক আছেন, যারা আমার চরিত্রগুলিকে একেবারে সত্যি বলে মনে করেন। অনেক অনুষ্ঠানে গিয়ে তাঁদের কাছ থেকে অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছি। অনেকে তো আমার সঙ্গে কথা বলে মানসিক শান্তি খুঁজে পেয়েছেন। তবে আমি যেই সম্মান পেয়েছি, তা আসলে আমার জন্য নয়, বরং বামদেবের প্রাপ্য।”
মেদিনীপুরের একটি গ্রামে বামদেবের চরিত্রে অভিনয়কালে এক অদ্ভুত ঘটনা ঘটে। সব্যসাচী সেখানে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, যেখানে এক প্রবীণ ব্যক্তি তাঁর সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন। এই দৃশ্য দেখে বেশ অস্বস্তি বোধ করলেও দর্শকের এই আবেগ তাঁকে মুগ্ধ করে। সব্যসাচী জানান, সেই ব্যক্তি তাঁকে বামদেব ভেবে প্রণাম করেছিলেন, যা তাঁকে এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি করায়।
এই অনুষ্ঠানে এক দরিদ্র ব্যক্তি তাকে পঞ্চাশ টাকা প্রণামী হিসেবে দেন। সব্যসাচী বলেন, “আমি নিতে চাইনি, কিন্তু তাঁর আকুতি বুঝতে পেরে শেষ পর্যন্ত গ্রহণ করি। ওই ব্যক্তি মনে করেছিলেন তিনি বামদেবকেই প্রণামী দিচ্ছেন, আমি নই।”
আরও পড়ুন: ঘরের মেয়ের সাগর পাড়ির গল্প! জলসায় ফিরলেন ঊষসী, প্রকাশ্যে চটকদার নতুন প্রোমো
এই অনন্য অনুভূতি এবং সেই পঞ্চাশ টাকার নোটটি তিনি এখনও সযত্নে সংরক্ষণ করে রেখেছেন। সম্প্রতি একটি ওটিটি সিরিজ়ে অভিনয় করলেও খুব শীঘ্রই ছোট পর্দায় ফেরার পরিকল্পনা করেছেন সব্যসাচী।